Mr. Bean Returns: 'মিস্টার বিন'কে এখন কেমন দেখতে? দেখলে চমকে উঠবেন!

Mr. Bean Returns: মিস্টার বিনকে মনে আছে? নব্বইয়ের দশক, ২০০০ এর শুরুর দিকে টিভি জগতের অন্যতম পরিচিত চরিত্র। ব্রিটিশ অভিনেতা রোওয়ান অ্যাটকিনসনের এই চরিত্র আজও অনেকের মনে অটুট।

Advertisement
'মিস্টার বিন'কে এখন কেমন দেখতে? দেখলে চমকে উঠবেন!বহুদিন পর পর্দায় ফিরছেন মিস্টার বিন।
হাইলাইটস
  • মিস্টার বিনকে মনে আছে? নব্বইয়ের দশক, ২০০০ এর শুরুর দিকে টিভি জগতের অন্যতম পরিচিত চরিত্র।
  • ব্রিটিশ অভিনেতা রোওয়ান অ্যাটকিনসনের এই চরিত্র আজও অনেকের মনে অটুট।
  • বড়দিনের ঠিক আগেই বড় উপহার দিতে চলেছে নেটফ্লিক্স।

Mr. Bean Returns: মিস্টার বিনকে মনে আছে? নব্বইয়ের দশক, ২০০০ এর শুরুর দিকে টিভি জগতের অন্যতম পরিচিত চরিত্র। ব্রিটিশ অভিনেতা রোওয়ান অ্যাটকিনসনের এই চরিত্র আজও অনেকের মনে অটুট। অনেকেরই ছোটবেলার সবচেয়ে মজার স্মৃতির মধ্যে মিস্টার বিনের শোটিও রয়েছে। মাঝে তো আবার মিস্টার বিনের অভিনেতার মৃত্যুর নানা খবরও ভাইরাল হয়েছিল। কিন্তু সেসবই মিথ্যা। ভালই আছেন রোওয়ান অ্যাটকিনসন। শুধু তাই নয়, ইংরাজি সিনেমা-টিভি জগতের অন্যতম ধনী অভিনেতা তিনি। রয়েছে বড় অট্টালিকা, দামি গাড়ি। ব্রিটেনের জনসমাজে দারুণ জনপ্রিয়ও বটে। এবার সেই মিস্টার বিন অভিনেতাই ফিরছেন পর্দায়। সৌজন্য Netflix এর নতুন সিরিজ 'Man vs Baby’। টিভি নয়, শুধুমাত্র OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সাবস্ক্রিপশনের মাধ্যমেই এটি দেখা যাবে। ৪ টি এপিসোডের সিরিজ। আগামী ১১ ডিসেম্বর ২০২৫ রিলিজ হবে। অর্থাৎ বড়দিনের ঠিক আগেই বড় উপহার দিতে চলেছে নেটফ্লিক্স।

নতুন সিরিজের একটি দৃশ্যে রোয়ান অ্যাটকিনসন।
নতুন সিরিজের একটি দৃশ্যে রোয়ান অ্যাটকিনসন।

নেটফ্লিক্স ইউকে ও আয়ারল্যান্ডের এক্স (X) হ্যান্ডলে সিরিজটির কয়েকটি সিন ইতিমধ্যেই রিলিজ করা হয়েছে। পোস্টে লেখা , 'Silent night? Not likely. Rowan Atkinson returns in MAN VS BABY.' 

নতুন সিরিজের একটি দৃশ্যে রোয়ান অ্যাটকিনসন।
নতুন সিরিজের একটি দৃশ্যে রোয়ান অ্যাটকিনসন।

এই সিরিজ আসলে রোয়ানের আগের হিট সিরিজ ‘Man vs Bee’ এর সিক্যুয়েল। বেশিরভাগ ব্যক্তি তাঁকে মিস্টার বিনের জন্য চিনলেও, তিনি অন্য নানা জনপ্রিয় সিনেমা, সিরিজের কাজও করেছেন। সেই 'Man vs Bee' সিরিজটিও বেশ মজার ছিল।

তবে এখানে জানিয়ে রাখি, রোয়ান এখানে মিস্টার বিন নয়, 'ট্রেভর বিংলি' নামে এক চরিত্রে আছেন। একটি স্কুলের শান্তশিষ্ট কেয়ারটেকার। আর তাঁর সেই শান্ত জীবনেই মাঝে মাঝে নেমে আসে অশান্তির ছায়া। আর তাতেই মজার মজার ঘটনা ঘটতে থাকে। তাই নিয়েই গল্প।

‘মিস্টার বিন’ এর তুলনায় ট্রেভর চরিত্রটি অনেকটাই আলাদা। তবে তাঁর হাসানোর কায়দাটা আগের মতোই মজাদার। তাঁর এই হাস্যরস সবাই বুঝতে পারবেন। তাই স্বাভাবিকভাবেই ‘Man vs Baby’ নিয়ে মিস্টার বিন ফ্যানদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। 

Advertisement

POST A COMMENT
Advertisement