দু'জনেই দাপুটে অভিনেতা। আবার দু'জনেই হাত পাকাচ্ছেন পরিচালনায়। দু'জনেই যথেষ্ট প্রশংসা কুড়াচ্ছেন পরিচালনায়। একসঙ্গে কাজও করেছেন। তবে এবার প্রথমবার একজনের পরিচালনায়, আরেকজন অভিনয় করবেন মুখ্য চরিত্রে। কথা হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে। এবার পরমের পরিচালনায় নতুন সিরিজে দেখা যাবে অনির্বাণকে। চমক এখানেই শেষ নয়। পৌরাণিক থ্রিলারের মোড়কে তৈরি এই নতুন সিরিজের নাম 'ভোগ'।
অভীক সরকারের লেখা বিভিন্ন গল্পের মধ্যে 'ভোগ' যথেষ্ট জনপ্রিয়। এর আগেও বিভিন্ন কাজ হয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে এই গল্প নিয়ে। এবার নিজের পরবর্তী কাজের জন্য অভীকের লেখা কাহিনি অবলম্বনে এই গল্পটি বেছে নিলেন পরমব্রত। অনির্বাণ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রজতাভ দত্তকে। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শান্তনু মিত্র নিয়োগী ও পরমব্রত চট্টোপাধ্যায়। হইচই ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হচ্ছে সিরিজটি।
এক অবিবাহিত ছেলের কিউরিওর দোকান গিয়ে একটি রহস্যময় পিতলের মূর্তি খুব পছন্দ হয়। কিছু না জেনেই বাড়িতে মূর্তিটি নিয়ে হাজির হন তিনি। এরপর থেকেই শুরু হয় তাঁর জীবনের দুঃস্বপ্নের মতো দিনগুলি। নিজের অজান্তেই অশুভ প্রভাবের কাছে আত্মসমর্পণ করে সে। ভক্তি এবং উন্মাদনার মধ্যকার রেখাগুলিকে ঝাপসা হয়ে আসে। তার জীবনে আর কী কী বিপদ আসে এবং সেগুলি থেকে কি আদৌ বেরতে পারে? এই সব প্রশ্নের উত্তর মিলবে সিরিজে।
প্রসঙ্গত, এর আগে 'পর্ণশবরীর শাপ' এবং 'নিকষ ছায়া'—র মতো সুপারন্যাচেরাল সিরিজগুলি পরিচালনা করেছেন পরমব্রত। দীপাবলির সময় মুক্তি পেয়েছে 'নিকষ ছায়া'। নীরেন ভাদুড়িকে কেন্দ্র করে তৈরি এই সিরিজটি দর্শকের মন জয় করেছে। এর আগে 'শাহজাহান রিজেন্সি', 'দ্বিতীয় পুরুষ'-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন পরমব্রত ও অনির্বাণ। দুই তাবড় শিল্পী সঙ্গে কাজ করবে মানেই দর্শকের প্রত্যাশা থাকবে দ্বিগুণ। এখন দেখার পরমব্রত- অনির্বাণ জুটির ম্যাজিক কতটা সফল হয়।