Sampurna: সোহিনী- রাজনন্দিনীর 'সম্পূর্ণা' এবার হিন্দিতে! সিরিজের মুখ্য চরিত্রে কারা থাকছেন?

Web Series: এবার এক বাংলা সিরিজের গল্প তৈরি হতে চলেছে হিন্দিতে। শোনা যাচ্ছে, 'সম্পূর্ণা'-র গল্প থেকে এবার তৈরি হবে এক প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মের সিরিজ। 

Advertisement
সোহিনী- রাজনন্দিনীর 'সম্পূর্ণা' এবার হিন্দিতে! মুখ্য চরিত্রে কারা থাকছেন? 'সম্পূর্ণা' সিরিজে রাজনন্দিনী পাল ও সোহিনী সরকার

জাতীয় স্তরের বিভিন্ন কাজ থেকে অনুপ্রেরণা নিয়ে বহু বাংলা কাজ হয়। বাংলার গল্প নিয়েও হিন্দি বা অন্য ভাষায় কাজ হয় ঠিকই, তবে সংখ্যায় খুব কম। এবার এক বাংলা সিরিজের গল্প তৈরি হতে চলেছে হিন্দিতে। শোনা যাচ্ছে, 'সম্পূর্ণা'-র গল্প থেকে এবার তৈরি হবে এক প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মের সিরিজ। 

২০২২ সালে হইচই-তে স্ট্রিমিং হয় 'সম্পূর্ণা'। প্রথম সিরিজ মুক্তির বছর তিনেক পরে ২০২৩-এ মুক্তি পায় 'সম্পূর্ণা' ২। প্রথম সিজনে গল্পের মূল বিষয়বস্তু বৈবাহিক ধর্ষণ। দ্বিতীয় সিজনে উঠে আসে শিশু নির্যাতন, হেনস্থার মতো নানা বিষয়। সম্পূর্ণা ও নন্দিনী- দুই জা-এর গল্প দারুণ জনপ্রিয়তা পায়। সায়ন্তন ঘোষাল পরিচালিত এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সরকার ও রাজনন্দিনী পাল। দুই অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছিলেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং অনুভব কাঞ্জিলাল।        

শোনা যাচ্ছে, 'সম্পূর্ণা'-র স্বত্ব কিনেছে ডিজনি প্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মটি। এবার প্রশ্ন উঠছে হিন্দি গল্পে মুখ্য চরিত্রে কাদের দেখা যাবে? সে বিষয়ে এখনও কোনও তথ্য না মিললেও,  শোনা যাচ্ছে খুব শীঘ্রই চূড়ান্ত হবে সব কিছু। সব ঠিক থাকলে, এবছরই শ্যুটিংও শুরু হবে এই সিরিজের।

প্রসঙ্গত, এর আগে হইচই-এর অন্য আরেকটি সিরিজ, ইশা সাহা অভিনীত 'ইন্দু' দর্শক দেখেছেন তেলুগু ভাষায়। এছাড়া চঞ্চল চৌধুরী অভিনীত একটি বাংলাদেশি সিরিজও তৈরি হয়েছিল তেলুগু ভাষায়। তবে এই প্রথম এই ওটিটি প্ল্যাটফর্মের কোনও বাংলা ওয়েব সিরিজ তৈরি হবে হিন্দিতে। 

 

POST A COMMENT
Advertisement