Advertisement

Gaurav Chakraborty Exclusive: সিক্স প্যাক থেকে আইটেম সং-এ নাচ, 'আবার প্রলয়'-তে নয়া রূপে গৌরব

রাজ চক্রবর্তীর পরিচালনায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রযোজনায় আসছে 'আবার প্রলয়'। ১১ অগাস্ট থেকে জি ফাইভে স্ট্রিমিং হবে এই সিরিজ। সুন্দরবনের নারীপাচারের ঘটনা দিয়ে শুরু হয়ে, নতুন দিকে মোড় নেবে গল্প। একেবারে নতুন লুকে, কিছুটা ধূসর চরিত্রে- কানুর ভূমিকায় দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। প্রথমবার সিক্স প্যাক অ্যাবস্ তৈরি, আইটেম সং-এ নাচ এবং দুর্দান্ত অ্যাকশনের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেতা। সেই সঙ্গে গৌরব ও তাঁর স্ত্রী, তথা অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের জীবনে আসতে চলেছে ছোট্ট সদস্য। অন্তঃসত্ত্বা পত্নীর কীভাবে যত্ন নিচ্ছেন হবু বাবা। আড্ডার মাঝে শেয়ার করলেন bangla.aajtak.in- এর সঙ্গে।

Advertisement
POST A COMMENT