Advertisement

Koushani Mukherjee Exclusive: মুখ্য চরিত্র না বেছে এবার পার্শ্ব চরিত্রে কেন? অকপট উত্তর কৌশানীর

রাজ চক্রবর্তীর পরিচালনায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রযোজনায় আসছে 'আবার প্রলয়'। ১১ অগাস্ট থেকে জি ফাইভে স্ট্রিমিং হবে এই সিরিজ। সুন্দরবনের নারীপাচারের ঘটনা দিয়ে শুরু হয়ে, নতুন দিকে মোড় নেবে গল্প। এবার এই সুন্দরবনের সব অপরাধ দমন করতে আসছে পুলিশ অফিসার অনিমেষ দত্ত। এই প্রোজেক্টের মাধ্যমেই ওটিটি-তে অভিনয়ের ডেবিউ হল কৌশানী মুখোপাধ্যায়ের। একেবারে অন্যরকম লুক ও চরিত্রে দেখা যাবে তাঁকে। মুখ্য চরিত্র না বেছে পার্শ্ব চরিত্রে কেন বেছে নিলেন অভিনেত্রী? সুন্দরবনে শ্যুটিং অভিজ্ঞতা থেকে বিয়ের তারিখ, নানা বিষয়ে bangla.aajtak.in-এর সঙ্গে মনখোলা আড্ডায় কৌশানী।

Advertisement
POST A COMMENT