scorecardresearch
 
Advertisement

Saurav Das as Montu Pilot: 'অভিনয়ে 'চিট' না করলে রাতে শান্তির ঘুম হয়!' অকপট 'মন্টু'-সৌরভ

Saurav Das as Montu Pilot: 'অভিনয়ে 'চিট' না করলে রাতে শান্তির ঘুম হয়!' অকপট 'মন্টু'-সৌরভ

২০১৯ সালের একেবারে শেষে স্ট্রিমিং শুরু হয় দেবালয় ভট্টাচার্য পরিচালিত 'হইচই'-র ওয়েব সিরিজ 'মন্টু পাইলট'। এই সিরিজের পর ওয়েব দুনিয়ায় আরও পাকাপাকি জায়গা করে নেন অভিনেতা সৌরভ দাস। প্রথম সিজনের চূড়ান্ত সাফল্যের প্রায় আড়াই বছর পর আসছে 'মন্টু পাইল্ট'-র সিজন ২-' মন ২ পাইলট'। নীলকুঠির রাজকুমার মন্টু এবার হয়ে উঠবে সেখানকার রাজা। আগামী ২৯ এপ্রিল থেকে স্ট্রিমিং হবে এই সিরিজ। তার আগে আজতক বাংলার সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন সৌরভ। সামনে উঠে এলো নানা অজানা সিক্রেটস।

Montu Pilot aka Saurav Das says he can sleep at night peacefully because he has not cheated with acting

Advertisement