Advertisement

Saayoni Ghosh Exclusive: 'যে কোনও ইন্ডাস্ট্রিতেই পলিটিক্স আছে...!' কাকে ইঙ্গিত সায়নীর?

রাজ চক্রবর্তীর পরিচালনায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রযোজনায় আসছে 'আবার প্রলয়'। ১১ অগাস্ট থেকে জি ফাইভে স্ট্রিমিং হবে এই সিরিজ। সুন্দরবনের নারীপাচারের ঘটনা দিয়ে শুরু হয়ে, নতুন দিকে মোড় নেবে গল্প। সিরিজে শম্পার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী তথা তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। এবার একেবারে অন্যরকম লুক ও চরিত্রে দেখা যাবে তাঁকে। রাজনীতির ময়দানে পা রেখে, অভিনয় দক্ষতা নিয়েও কি বেশি কাঁটাছেড়া হয় তাঁর? অভিনেত্রী সায়নী কি বর্তমানে বেশি ব্যস্ত রাজনৈতিক কাজে? এরকম নানা প্রশ্ন- উত্তর নিয়ে bangla.aajtak.in-এর সঙ্গে এক্সক্লুসিভ আড্ডায় সায়নী।

Advertisement
POST A COMMENT