Advertisement
মনোরঞ্জন

Jyotirmoyee Kundu: ছোটপর্দা থেকে সোজা দেবের নায়িকা, চিনে নিন জ্যোতির্ময়ীকে

Jyotirmoyee Kundu
  • 1/10

'প্রজাপতি ২'-তে দেবের বিপরীতে দেখা যাবে ছোটপর্দার চেনা মুখ জ্যোতির্ময়ী কুন্ডুকে। 
 

Jyotirmoyee Kundu
  • 2/10

'বঁধুয়া' কম দিন চললেও জ্যোতির্ময়ী বেশ জনপ্রিয়। তবে দর্শকের নজর কেড়েছিল এই ধারাবাহিক।
 

Jyotirmoyee Kundu
  • 3/10

জ্যোতির্ময়ীর প্রথম অভিনয় ছোট পর্দায়, ‘বঁধুয়া’ ধারাবাহিকে। ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয়েছিল গত বছরের মার্চে।
 

Advertisement
Jyotirmoyee Kundu
  • 4/10

ছ’মাস পরে, গত সেপ্টেম্বরে ধারাবাহিকটি শেষ হয়ে যায়।
 

Jyotirmoyee Kundu
  • 5/10

এরপর জ্যোতির্ময়ীকে আর কোনও সিরিয়াল বা অন্য কোনও মাধ্যমে দেখা যায়নি। 
 

Jyotirmoyee Kundu
  • 6/10

এরপরই অভিজিত্‍ সেনের মাধ্যমেই জ্যোতির্ময়ী যোগাযোগ করেন দেবের প্রযোজনা সংস্থার সঙ্গে। একটা ধারাবাহিকে কাজ করার পরই নতুন ধারাবাহিকে কাজ করতে শুরু করে দেননি। 
 

Jyotirmoyee Kundu
  • 7/10

প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে দেখা করেন। অতনুর মনে থেকে গিয়েছিল জ্যোতির্ময়ীর কথা। যখন তিনি দেখেছেন, চরিত্রের সঙ্গে মানানসই হচ্ছেন জ্যোতির্ময়ী, তখন ডেকে পাঠান।
 

Advertisement
Jyotirmoyee Kundu
  • 8/10

লন্ডনে দেবের সঙ্গে ইতিমধ্যেই শ্যুটিং সেরে এসেছেন জ্যোতির্ময়ী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেন তিনি। 
 

Jyotirmoyee Kundu
  • 9/10

জ্যোতির্ময়ী নাচ শেখেন, অভিনয়ের প্রশিক্ষণ নেন। মডেলিং, ফটোশ্যুটও চালিয়ে যাচ্ছেন। 
 

Jyotirmoyee Kundu
  • 10/10

জ্যোতির্ময়ীর আগে দেবের নায়িকা হিসাবে এই ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন বাংলাদেশী নায়িকা তাসনিয়া ফারিন। 
 

Advertisement