ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম মরসুম শুরু হতে চলেছে। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। যেখানে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাবে কিংবদন্তি খেলোয়াড়দের। বিসিসিআই আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করবে, যারা লিগ পর্যায়ে একে অপরের বিরুদ্ধে লড়াই করবে। বিশ্বের সবচেয়ে ধনী এই লিগে প্রতিটি দল লিগ পর্যায়ে ১৪টি করে ম্যাচ খেলবে। এর পরে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ৪টি দল প্লে অফে পৌঁছাবে। এবার অনেক দল মেগা নিলামের আগে তাদের ক্যাপ্টেন সহ গোটা দলই প্রায় বদল করেছে। এতে তরুণ খেলোয়াড়দের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়েছে। আইপিএল ২০২৫ এর বিস্তারিত কভারেজ পেতে https://bangla.aajtak.in/sports/ipl/ এ লগ ইন করুন।
101
(14.1 ov)
106/2
(10.0 ov)
227/3
(20.0 ov)
230/4
(18.4 ov)
187/3
(18.3 ov)
184/7
(20.0 ov)