
মনামীর বয়স ২০ নাকি ৪০, তা তাঁকে দেখে বোঝার উপায় নেই।

আশ্চর্য জাদু উপায়ে নিজের বয়স ধরে রেখেছেন অভিনেত্রী।

তাঁর অভিনয়, নাচ এগুলিতে যেমন মুগ্ধ দর্শক, ঠিক সেভাবেই কিন্তু মনামীর সোশাল মিডিয়াতেও অনুরাগীর সংখ্যা কম নয়।

মনামীর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখা যাবে একের পর এক বোল্ড ছবি।

প্রিন্টেড ব্রালেট ও কালো রঙের শর্টসে সুইমিং পুলের ধারে বসে রয়েছেন মনামী।

তাঁর এই ছবি নেট দুনিয়ায় উষ্ণতার পারদ চড়াচ্ছে।

মনামীর মেদহীন ফিগার টলিপাড়ার অনেক নায়িকাকে ঈর্ষায় ফেলবে।

অভিনেত্রীর থেকে চোখ সরানো বেশ দায়।

যে কোনও পোশাকেই মারকাটারি লুকে ধরা দেন অভিনেত্রী। শাড়ি হোক বা ওয়েস্টার্ন আউতফিট। সবেতেই তিনি সেরা।

মনামী জানেন কীভাবে মেদহীন ফিগার বজায় রাখতে হয়।

এর জন্য তিনি নিয়মিত শরীরচর্চা ও কঠোর ডায়েটের মধ্যে থাকেন।

ইন্ডাস্ট্রির পরিচিত মুখ মনামী ঘোষ। টলিপাড়ায় সব সময়ই মনামীর স্টাইল নিয়ে চর্চা চলে।

বয়স বাড়লেও তা অভিনেত্রীর শরীরে দেখতে পাওয়া যায় না।