বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এখন পশ্চিমবাংলাতেও যথেষ্ট জনপ্রিয়। এদেশের বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই দেখা যায় তাঁকে।
কালো লং ড্রেসে মোহময়ী মিথিলার সৌন্দর্যে কাবু বহু যুবকেরা।
একই ধারে তিনি যেমন সুন্দর, তেমনই মার্জিত। আলো আধারিতে যেন সকলের মনে জাগিয়ে তোলেন তাঁকে নিয়ে কৌতূহল, আরও জানার ইচ্ছে।
যদিও সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের আড়ালে চলতে থাকা অনলাইন হেনস্থার বিরুদ্ধে কিছুদিন আওয়াজ তুলেছিলেন বাংলাদেশের এই অভিনেত্রী।
বাংলাদেশের শিল্পীদের মধ্যে সাম্প্রতিককালে সম্ভবত সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন অভিনেত্রী-কণ্ঠশিল্পী মিথিলা। তবে এই প্রথম, স্পষ্ট ভাষায় বলেছিলেন, "মেয়েদের ব্যক্তিগত জীবন নিয়ে না ভেবে, নিজের জীবন নিয়ে ভাবুন।"
জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খানের সঙ্গে দীর্ঘ ১১ বছরের পুরনো ঘর ভাঙার গল্প থেকে শুরু করে এপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধা নিয়ে চর্চা, কিছুই বাদ যায় না নেটপাড়ায়।
এমনি একান্ত ব্যক্তিগত নানা বিষয় নিয়ে বারবার সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন মিথিলা। একাধিকবার হেনস্তাও হতে হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। মিথিলার পেশাগত সাফল্যের চেয়েও বেশি তাঁর ব্যক্তিগত জীবনে সম্পর্কের ভাঙাগড়া জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিনেত্রীর চরিত্র নিয়ে কুরুচিকর কথা কথা বলতেও দ্বিধা বোধ করেনি নেটিজনদের একাংশ।
২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেছিলেন চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলা। এপার ও ওপার বাংলা মিলেমিশে এক হয়ে গিয়েছিল সেদিন। বলা চলে এখন গুছিয়ে সংসার করছেন সৃজিত- মিথিলা। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে ধরা পড়ে তাঁদের বিশেষ মুহূর্তের ছবি।
খুব শীঘ্রই Zee 5- ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে তাঁর পরবর্তী ওয়েব সিরিজ ' হু ইজ রুমানা?" এখানে একজন রাজনীতিবীদের চরিত্রে দেখা যাবে তাঁকে। যে সমাজের জন্যে ভালো করে। এছাড়াও তাঁর হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ। কিছুদিন আগেই বাংলাদেশের চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে তাঁর অভিনীত 'একাত্তর' ওয়েব সিরিজের জন্যে 'সেরা অভিনেত্রী'-র জন্যে মনোনীত হয়েছিলেন তিনি।
(ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)