
রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান এবং এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠান রবিবার শেষ হয়েছে। গুজরাটের জামনগরের এই অনুষ্ঠানে যেন চাঁদের হাট বসেছিল। আম্বানি পরিবারের আমন্ত্রণে দেশ ও বিশ্বের নানা প্রান্ত থেকে অতিথিরা এসেছিলেন। ব্যবসার সেক্টর হোক, রাজনৈতিক জগত, ক্রীড়া জগত বা ফিল্ম ইন্ডাস্ট্রি, সব সেক্টরের বড় বড় ব্যক্তিত্বরা তিনদিনের জন্য জামনগরে ছিলেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প থেকে শুরু করে কাতারের প্রধানমন্ত্রী, বিল গেটস থেকে মার্ক জুকারবার্গ, গৌতম আদানি থেকে অনিল আম্বানি এবং সলমান-শাহরুখ থেকে আমির খান পর্যন্ত এতে অংশ নেন। ছবিতে এমন ২৫ জন বিশেষ অতিথিদের দেখে নিন।

অনন্ত-রাধিকার প্রিওয়েডিংয়ে সপরিবার শাহরুখ খান।

প্রিওয়েডিং অনুষ্ঠানের সকালে ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ এবং রণবীর সিং-দীপিকা পাড়ুকোন।

বাঙালি গায়িকা শ্রেয়া ঘোষালও আম্বানি পরিবারের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন।

প্রিওয়েডিং অনুষ্ঠানে যোগ দিতে জামনগর পৌঁছানোর পর অমিতাভ বচ্চন।

আমন্ত্রিত ছিলেন প্রখ্যাত মোটিভেশনাল স্পিকার ও ধর্মগুরু সদগুরু।

মাইক্রোসফটের কর্ণধার বিল গেটসের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

অজয় দেবগন ও অক্ষয় কুমারও আম্বানি পরিবারের অনুষ্ঠানে যোগ দেন।

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ডিজে ব্রাভোও অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়ে যোগ দিয়েছিলেন। শাহরুখের সঙ্গে ছবি তোলেন তিনি।

রণবীর কাপুর ও আলিয়া ভাট তাঁদের মেয়েকে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন।

অনন্ত-রাধিকার প্রিওয়েডিং অনুষ্ঠানে সস্ত্রীক প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

প্রি-ওয়েডিং অনুষ্ঠান স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মাতিয়ে রাখেন রণবীর সিং।

অনুষ্ঠানের মঞ্চে নাচো-নাচো গানের স্টেপ করলেন বলিউডের খান-রা। শেখালেন খোদ রাম চরণ।

প্রিওয়েডিং অনুষ্ঠানে যোগ দিতে সপরিবার আসেন দক্ষিণের কিংবদন্তি নায়ক রজনীকান্ত।

সইফ আলি খান, করিনা কাপুর ও তৈমুরও আসেন অনন্ত-রাধিকার প্রিওয়েডিংয়ে।

সস্ত্রীক সচিন তেন্ডুলকর। আম্বানি পরিবারের সঙ্গে বরাবরই ঘনিষ্ঠ সম্পর্ক তাঁর।

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসও অনন্ত-রাধিকার প্রিওয়েডিংয়ে যোগ দেন।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এসেছিলেন তাঁর পরিবারের সঙ্গে।

সিরাম ইনস্টিটিউটের কর্তা আদার পুনাওয়ালা অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং অনুষ্ঠানে যোগ দেন। তাঁর স্ত্রীর ডিজাইনার পোশাক নজর কাড়ে সকলের।

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়ে এসে দারুণ উপভোগ করতে দেখা যায় ফেসবুক(মেটা) প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানকে।

মুকেশ আম্বানির ভাই, অনন্ত আম্বানি গোটা পরিবারসহ অনুষ্ঠানে আসেন।

দেশের অপর ধনীতম শিল্পপতি গৌতম আদানিও আম্বানি পরিবারের অনুষ্ঠানে যোগ দেন।

কাতারের প্রধানমন্ত্রী মহম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মঞ্চ মাতান মার্কিন পপ গায়িকা রিহানা।