Advertisement
মনোরঞ্জন

Avneet Kaur: কোহলির একটা 'ভুলে' রাতারাতি জনপ্রিয়, মুচকি হেসে কী বললেন লাস্যময়ী অবনীত?

Avneet Kaur
  • 1/12

বিরাট কোহলি 'ভুলবশত' লাইক করে ফেলেছিলেন তাঁর একটি ছবিতে। আর তাতেই তুঙ্গে উঠেছে ২৩ বছরের অবনীত কৌরের জনপ্রিয়তা। বর্তমানে বলিউডের বেশ পরিচিত মুখ তিনি। তরুণী এই মডেল-অভিনেন্তরী বিরাট কোহলির লাইকের জেরেই এখন নেটিজেনদের হট ফেভারিট। ক্রিকেটারের 'অ্যাক্সিডেন্টাল লাইক' থেকে রাতারাতি ট্রেন্ডে চলে আসা নিয়ে কী বলছেন অবনীত? 

Avneet Kaur
  • 2/12

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ইনফ্লুয়েন্সার হিসেবে জনপ্রিয় অবনীত কৌর। 'লভ ইন ভিয়েতনাম' নামে একটি আপকামিং সিনেমাতেও দেখা যাবে তাঁকে। অবনীতের সঙ্গে এই সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে শান্তনু মাহেশ্বরীকে। 
 

Avneet Kaur
  • 3/12

২৫ অগাস্ট, সোমবার মুম্বইয়ে 'লাভ ইন ভিয়েতনাম' সিনেমাটির ট্রেলার লঞ্চ হয়। এই ইভেন্টে সিনেমার সমস্ত অভিনেতারা উপস্থিত ছিলেন। পৌঁছে গিয়েছিলেন মুখ্য ভূমিকায় থাকা অভনীত এবং শান্তনুও। 

Advertisement
Avneet Kaur
  • 4/12

অবনীতকে তাঁর অল্প দিনের মধ্যে পাওয়া আকাশছোঁয়া জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। সোশ্যাল মিডিয়ায় তাঁর সমস্ত ছোট বড় ভিডিও কিংবা পোস্টে প্রচুর সংখ্যক লাইক, শেয়ার এবং কমেন্ট নিয়েও হইচই চলছে। অনেক বড় সেলব্রিটির থেকেও বেশি সংখ্যক ফলোয়ার রয়েছে অভনীতের ইনস্টাগ্রামে। অনেক সেলেবকেও দেখা গিয়েছে আপনার ছবিতে লাইক করতে, এ সম্পর্কে আপনি কী বলবেন? আচমকাই এই প্রশ্ন করা হয় অভনীত কউরকে। কী বললেন তিনি?

Avneet Kaur
  • 5/12

সাংবাদিকদের প্রশ্নে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেও আকস্মিকতা কাটিয়ে লাজুক হেসে জবাব দেন অবনীত কৌর। তিনি বলেন, 'আমি তো চাই আরও বেশি ভালোবাসা পেতে। এমন করেই যেন ভালোবাসা পাই।'

Avneet Kaur
  • 6/12

কয়েক মাস আগে বিরাট কোহলির এক কাণ্ড ঘিরে হইচই পড়ে গিয়েছিল নেটপাড়ায়। তারকা এই ব্যাটার নিজেরই একটি ফ্যান পেজে অবনীত কৌরের একটি ছবিতে লাইক করে বসেন। তোলপাড় পড়ে যায় নেটিজেনদের মধ্যে। 
 

Avneet Kaur
  • 7/12

এই কাণ্ডের পর থেকে সর্বত্র বিরাট কোহলির লাইক নিয়েই চর্চা শুরু হয়। কেন বিরাট অবনীতের ছবিতে লাইক করলেন? তবে কি তারকা ব্যাটারের এই মডেল-অভিনেত্রীকে পছন্দ? তাঁদের মধ্যে কীরকম সম্পর্ক, এসব নিয়েও আলোচনা হতে থাকে। 

Advertisement
Avneet Kaur
  • 8/12

তবে এই বিতর্ক তুঙ্গে উঠতেই সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন বিরাট কোহলি। তিনি বলেন, 'ইচ্ছাকৃত ভাবে কোনও ছবিতে লাইক করা হয়নি। ইনস্টাগ্রামের অ্যালগোরিদম পরিবর্তন হয়ে যাওয়ার কারণে এমনটা হয়ে গিয়েছিল।'

Avneet Kaur
  • 9/12


নিন্দুকরা বলতে শুরু করেন, বিরাট যা-ই সাফাই দিয়ে থাকুন না কেন, তাঁর একটি লাইক রাতারাতি অবনীত কৌরকে সেলেব বানিয়ে দিয়েছে। ফলোয়ারের সংখ্যা হাতে গুনে শেষ করা যাচ্ছে না এই উঠতি মডেল-অভিনেত্রীর। 

Avneet Kaur
  • 10/12

স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিনে তাঁকে নিয়ে আবেগঘন পোস্ট করেন। আবার সেই দিনই অন্য একটি পোস্টে অভিনেত্রী অবনীত কৌরের লাস্যময়ী ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ করেন। এই নিয়ে বিরাট কোহলিকে ঘিরে চর্চা কম হয়নি। অনেকে কোহলির ‘রিঅ্যাক্ট’ করা পোস্টে অনুষ্কাকে ট্যাগ করে দেন। 

Avneet Kaur
  • 11/12

মাস খানেক আগে বিরাট-অনুষ্কা উইম্বলডনের কোর্টে হাজির হন যেদিন, সেই একই দিনে সেখানে উপস্থিত হন অবনীতও। আর এবার অবনীতের 'ভালোবাসা পেতে থাকি' মন্তব্য নিয়েও চর্চা শুরু হল। 

Advertisement
Avneet Kaur
  • 12/12

বিরাট কোহলি অবশ্য তিন মাস আগের সেই 'ভুল'-এর জন্য সাফাই দিয়ে বলেছিলেন, 'এটা ইনস্টাগ্রামের অ্যালগরিদমের কারণে হয়েছে। এর পিছনে আমার কোনও উদ্দেশ্য ছিল না। আমি অনুরোধ করছি যে অযথা কোনও গল্প না বানানো হোক। আমার কথা বোঝার জন্য ধন্যবাদ।'

Advertisement