Advertisement
মনোরঞ্জন

Cannes-এ জামদানিতে বাঁধন! চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার প্রথম বাংলাদেশী ছবির!

  • 1/10

অনুষ্ঠিত হয়েছে ৭৪তম কান চলচ্চিত্র উৎসব (74th Cannes Film Festival)। এই বছরের কান উৎসবের প্রদর্শিত হয়েছে বাংলাদেশের ছবি 'রেহানা মরিয়ম নূর' (Rehana Maryam Noor)। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন (Azmeri Haque Badhon)।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Azmeri Haque (@badhon__hq)

  • 2/10

আঁ সার্তে রিগা বিভাগে প্রদর্শিত এই ছবিটির পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ (Abdullah Mohammad Saad)। পরিচালক, অভিনেত্রী সহ টিম আগেই পৌঁছেছিল ফ্রান্সে। বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল পেজে শেয়ার করেছেন অভিনেত্রী।

  • 3/10

কোভিড পরিস্থিতির জন্যে এমনিতেই পিছিয়েছে এই বছরের কান চলচ্চিত্র উৎসব। তাঁর মধ্যে রয়েছে বাড়তি সতর্কতা। বেশ কিছুদিন আগে থেকেই তাই তাঁদের নিভৃতবাসে থাকতে হয়েছে। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Azmeri Haque (@badhon__hq)

Advertisement
  • 4/10

গত বুধবার কানের ডেবুসি থিয়েটারে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় 'রেহানা মরিয়ম নূর'-র। এই প্রথম কোনও বাংলাদেশী ছবি পৌঁছেছে এই চলচ্চিত্র উৎসবে।


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Azmeri Haque (@badhon__hq)

  • 5/10

বাংলাদেশ সহ গোটা বিশ্বের বাঙালিদের  জন্যেই এটা গর্বের। তবে অন্য একটি কারণে এই মুহূর্তে 'টক অফ দ্য টাউন' আজমেরী হক বাঁধন। সকলের সবচেয়ে নজর কেড়েছে অভিনেত্রীর শাড়ি।

  • 6/10

ছবির প্রিমিয়ারে বাঁধন হাজির হয়েছিলেন ঢাকাই জামদানি শাড়ি পরে। বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড আড়ং-র চাঁপা জলপাই ও রূপোলি রঙা এই শাড়িতে রয়েছে হাতের কাজ করা একেবারে নিঁখুত ডিজাইন।

  • 7/10

সেই সঙ্গে নায়িকা পরেছিলেন একটি হলটার নেক প্রায় পিঠ খোলা ব্লাউজ। সঙ্গে তাঁর পরনে ছিল মানানসই রূপোলি গয়না। চুলে খোঁপা এবং হাতে সিলভার রঙা ক্লাচ। বিদেশের মাটিতেও যেন একেবারে অনন্যা এই বাঙালি তনয়া। 

Advertisement
  • 8/10

বাঁধন বলেন, "আমি চেয়েছিলাম বাংলাদেশকে উপস্থাপন করবে এমন কোনও পোশাক পরতে। সেভাবেই সেজেছি আজ। জামদানি যেহেতু আমাদের দেশের, তাই এটাই বেছে নিয়েছি।"

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Azmeri Haque (@badhon__hq)

  • 9/10

সাইকোলজিকাল থ্রিলারধর্মী এই ছবিতে সামাজিক অন্যায় এবং একটি অন্তর্নিহিত যৌনতাবাদী সমাজের বিরুদ্ধে একজন মহিলার লড়াইয়ের জন্য সমালোচকদের যথেষ্ট প্রশংসা পেয়েছে ইতিমধ্যেই।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Azmeri Haque (@badhon__hq)

  • 10/10

ছবিতে রেহানা চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। রেহানা এক মেডিকেল স্কুলের সহকারী অধ্যাপক।  যে সিঙ্গেল মাদার এবং তাঁর অসুস্থ মা ও ভাইয়ের দেখাশোনা করেন। গল্পটি নতুন মোড় নেয় যখন সে জানতে পারে, কলেজের এক পুরুষ অধ্যাপক একজন শিক্ষার্থীর লাঞ্ছনা করেছেন। (সমস্ত ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

Advertisement