Advertisement
মনোরঞ্জন

Adrija Roy: দক্ষিণী পাত্রের সঙ্গে আংটি বদল করলেন বাঙালি নায়িকা, দেখুন PHOTOS

Adrija Roy
  • 1/15

সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিপাড়ার জনপ্রিয় মুখ অদ্রিজা রায়। পেশাগত ব্যস্ততার মাঝেই জীবনের নতুন ইনিংস শুরু করবেন বলে ভেবেছেন। 
 

Adrija Roy
  • 2/15

তবে পাত্র বাঙালি নয়, দক্ষিণী পাত্র ভিগনেশ আইয়ারের সঙ্গে সম্প্রতি আংটি বদল করলেন অদ্রিজা। 
 

Adrija Roy
  • 3/15

২৫ জানুয়ারি রবিবার ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে ভিগনেশ ও অদ্রিজার বাগদান সম্পন্ন হল। 
 

Advertisement
Adrija Roy
  • 4/15

এদিন একেবারে দক্ষিণী স্টাইলে সেজেছিলেন অদ্রিজা। গোলাপি রঙের কাঞ্জিভরম, সঙ্গে একই রঙের ব্লাউজ। আর টেম্পল গয়না আর মাথায় ফুল দিয়ে সাজেন অদ্রিজা। 
 

Adrija Roy
  • 5/15

অপরদিকে, ভিগনেশ পরেছিলেন নীল রঙের পাঞ্জাবি এবং সাদা ধুতি। দুজনকেই খুব সুন্দর লাগছিল। 
 

Adrija Roy
  • 6/15

হবু বউ অদ্রিজার কপালে ভালোবাসার চুমু দিতে দেখা গেল ভিগনেশকে। 
 

Adrija Roy
  • 7/15

অদ্রিজাও যে ভিগনেশকে পেয়ে খুশি তা তাঁর হাসি দেখেই বোঝা যাচ্ছিল। 
 

Advertisement
Adrija Roy
  • 8/15

দুই বাড়ির সদস্যদের নিয়ে এই বাগদান পর্ব সারা হয়। 
 

Adrija Roy
  • 9/15

একে-অপরকে আংটি পরিয়ে দিতেই চারদিক থেকে পুষ্পবৃষ্টি হতে শুরু করে। 
 

Adrija Roy
  • 10/15

অদ্রিজার হবু স্বামী ভিগনেশ আইয়ার বিনোদন জগতের সঙ্গে যুক্ত কি না, সে বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু জানাননি অভিনেত্রী।
 

Adrija Roy
  • 11/15

এক বন্ধুর পার্টিতেই প্রথম আলাপ হয় অদ্রিজা ও ভিগনেশের। প্রথম দেখাতেই একে অপরের ব্যক্তিত্ব ভালো লেগে যায় দু’জনেরই।
 

Advertisement
Adrija Roy
  • 12/15

এরপর সোশ্যাল মিডিয়ায় কথোপকথনের মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়ে এবং ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়।
 

Adrija Roy
  • 13/15

বিয়ে নিয়ে যদিও এখনই কোনও তাড়াহুড়ো করতে চান না এই জুটি। অদ্রিজা আগেই স্পষ্ট করেছিলেন, চলতি বছরে তাঁদের বিয়ের কোনও পরিকল্পনা নেই। 
 

Adrija Roy
  • 14/15

পাত্র দক্ষিণ ভারতীয় এবং তিনি নিজে বাঙালি হওয়ায় দুই সংস্কৃতির মেলবন্ধনে বিয়ের আয়োজন করতে চান অভিনেত্রী। 
 

Adrija Roy
  • 15/15

বর্তমানে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-তে ‘রাহি’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়োচ্ছেন অদ্রিজা।

Advertisement