scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

Internet Sensation: রাতারাতি ভাইরাল হয়ে আয় করেছেন প্রচুর টাকা, এখন কোথায় এই ইন্টারনেট তারকারা?

famous indian Internet Sensations got limelight
  • 1/8

ইন্টারনেটের দৌলতে অনেকে রাতারাতি 'স্টার' হয়েছে। অনেকে আজও জনপ্রিয়। আবার অনেকে লাইমলাইট থেকে বহু দূরে। কেউ খ্যাতি পেয়েছেন, কেউ খ্যাতি সামলাতে পারেননি। জানুন সে সোশ্যাল মিডিয়ার সেনসেশনাল তারকাদের কথা, যারা একসময় হিট হলেও আজ তাদের নিয়ে কোনও আলোচনা নেই। এক সময়ে নেটিজেনদের টাইমলাইনে বিরাজ করা, এই সোশ্যাল মিডিয়া তারকারা আজ কোথায়? 
 

famous indian Internet Sensations got limelight
  • 2/8

রানু মন্ডলে (Ranu Mondal)

২০১৯ সালে লতা মঙ্গেশকরের গান গেয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলেন রানাঘাট বেগপাড়ার বাসিন্দা রানু মন্ডল। তার গানের জাদুতে সারা ভারতবর্ষের মন জয় করে নিয়েছিলেন। নিজের এলাকার স্ট্রেশন চত্বরে ভিক্ষা থেকে সোজা পৌঁছেছিলেন মায়ানগীর লাইমলাইটে। সম্পূর্ণ পাল্টে গিয়েছিল তার জীবন হঠাৎ প্রচারের আলোয় এসে। বিশেষ করে সঙ্গীত পরিচালক তথা গায়ক হিমেশ রেশামিয়ার সান্নিধ্যে এসে রানুর গান বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে তাঁকে নিয়ে বহু মানুষ মজা করেন। স্টারডম সামলাতে পারেননি রানু। ফেসবুক জুড়ে থাকে রানুর মিম। 
 

famous indian Internet Sensations got limelight
  • 3/8

সহদেব দিরদো (Sahadev Dirdo)

মাত্র ১০ বছরেই দেশ ও দেশের বাইরে ভাইরাল হয়েছিল সহদেব ডিরদো। 'বসপন কা প্যায়ার' গানটি গেয়ে রাতারাতি খ্যাতি অর্জন করেছিল সে। বাদশা, সহদেবকে তাঁর সঙ্গে গান গাওয়ার সুযোগ দেন। ভাইরাল বয় সহদেব, 'বসপন কা প্যায়ার' গাওয়ার পর তেমন কিছু করতে পারেনি। ইনস্টাতে রিলস ভর্তি। তবু আর বেশি নজরে আসে না সে।

Advertisement
famous indian Internet Sensations got limelight
  • 4/8

প্রিয়া প্রকাশ ভেরিয়ার (Priya Prakash Varrier)

প্রিয়া প্রকাশ ভেরিয়ারকে মনে আছে? ২০১৯ সালে একটি দক্ষিণী ছবির গানের দৃশ্যে ভুরু নাচিয়ে, চোখ মেরে বহু তরুণের মনে ঝড় তুলেছিল প্রিয়া। রাতারাতি ভাইরাল হয়েছিল সেই ভিডিও।  ভাইরাল হওয়ার পর প্রিয়া অনেক ছবিতে কাজ করেছেন। কিন্তু নিজের বিশেষ পরিচিতি তৈরি করতে পারেননি। দক্ষিণী ছবিতে দেখা যায় তাঁকে, কিন্তু বিশেষ কোনও জায়গায় অর্জন করতে পারেননি।

famous indian Internet Sensations got limelight
  • 5/8

অঞ্জলি অরোরা (Anjali Arora)

টিকটকে নাচের ভিডিও দেখিয়ে তারকা হয়ে উঠেছেন, অঞ্জলি অরোরা। 'কাঁচা বাদাম' গানে নেচেছিলেন তিনি। যার পরে তিনি রাতারাতি তারকা হয়ে ওঠেন। তাঁর জনপ্রিয়তা অব্যাহত রয়েছে। কঙ্গনা রানাওয়াতের শো 'লকআপ'-এ দেখা গিয়েছিল তাঁকে। তিনি শোতে জয়ী হতে পারেননি, তবে অবশ্যই মানুষের হৃদয় জয় করেছেন।
 

famous indian Internet Sensations got limelight
  • 6/8

ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) 

ভুবন বাদ্যকরকে চেনেন না এরকম মানুষ বর্তমানে বোধ হয় খুঁজে পাওয়া মুশকিল। পশ্চিমবাংলা তো বটেই, এমনকী দেশ ছাড়িয়ে বিদেশেও তার খ্যাতি। দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে ১ নম্বরে ছিল তার তৈরি 'কাঁচা  বাদাম' গানটি। চিনেবাদাম বিক্রি করার সময় তার গাওয়া এই গানটি এতটাই হিট হয়েছিল যে, এটি আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়েছিল। রাতারাতি তারকা হয়েছিলেন ভুবন। তিনি অনেক খ্যাতি পেয়েছেন। কপিরাইটের সমস্যায় আজ অবস্থা এমন যে, ভুবন নিজের গান গাইতে পারছেন না। বর্তমানে তার কাজ নেই। সম্প্রতি আবেগপ্রবণ হয়ে বর্তমান পরিস্থিতি শেয়ার করেন ভুবন। 
 

famous indian Internet Sensations got limelight
  • 7/8

পাকিস্তানি গার্ল আয়েষা (Pakistani Girl Ayesha) 

সুপার ডুপার হিট গান 'মেরা দিল ইয়ে পুকারে আজা'-এয নাচ করে তারকা হয়ে উঠেছিলেন পাকিস্তানের মেয়ে। বন্ধুর বিয়েতে এই নাচ করে তারকা হয়েছেন আয়েষা। এই গানটি আয়েষাকে জনপ্রিয়তা দিয়েছে। তার হুকআপ স্টেপে নেচেছেন বড় বড় তারকারাও। 'মেরা দিল ইয়ে পুকারে আজা'-র পরেও আয়েষা অনেক রিল ভিডিও তৈরি করেছেন এবং নেচেছেন। কিন্তু অতটা ভালোবাসা পাননি।
 

Advertisement
famous indian Internet Sensations got limelight
  • 8/8

সঞ্জীব শ্রীবাস্তব ,ডাব্বু আঙ্কেল (Sanjeev Srivastava, Dabbu Uncle) 

ডাব্বু আঙ্কেলের কথা মনে আছে? যিনি গোবিন্দের গানে নাচতেন। 'আপকে আ জানে সে....' গানটিতে অসাধারণ পারফরম্যান্স দিয়ে নেট দুনিয়ার তারকা হয়েছিলেন সঞ্জীব শ্রীবাস্তব। অনেক রিয়্যালিটি শোতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তিনি। কিন্তু আজ এই ডান্সিং আঙ্কেল লাইমলাইট থেকে দূরে।
 

Advertisement