Advertisement
মনোরঞ্জন

Paresh Rawal Comeback In Hera Pheri 3: 'Hera Pheri 3'-তে পরেশ রাওয়ালই 'বাবু রাও', অক্ষয়ের সঙ্গে সব ঝগড়া মিটে গেল

হেরাফেরি ছবির দৃশ্য
  • 1/10

গতমাসেই পরেশ রাওয়াল ঘোষণা করেছিলেন, বাবু রাও তকমা গা থেকে সরাতে চান।
 

হেরাফেরি ছবিতে অক্ষয়, পরেশ, সুনীল
  • 2/10

অথচ এই 'হেরাফেরি' ফ্যাঞ্চাইজির তিন স্তম্ভ অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল ছিলেন। এঁদের ছাড়া 'হেরাফেরি' ভাবাই যায় না। 
 

পরেশ রাওয়াল
  • 3/10

সেই সময় বর্ষীয়ান অভিনেতা পরেশ বলেছিলেন যে একটা সময়ের পর সব ছবিতে হ্যাঁ বলতে নেই। অভিনীত জনপ্রিয় চরিত্রগুলোও বার বার করতে নেই। এতে দর্শক বেশি দিন মনে রাখবে।
 

Advertisement
হেরাফেরি ছবির দৃশ্যে অক্ষয় ও পরেশ
  • 4/10

পরেশ রাওয়ের এও মনে হয়েছিল যে বাবু রাও চরিত্রের আর নতুন করে দেওয়ার কিছু নেই। আবার এই একটা চরিত্রই তাঁর পরিচয় হয়ে উঠুক, সেটাও তিনি চাননি।
 

হেরাফেরি ছবির পোস্টার
  • 5/10

অভিনয়ে অনিচ্ছা প্রকাশ করার পর কম জলঘোলা হয়নি। ছবির সহ-প্রযোজক অক্ষয়কুমার পরেশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেন।
 

পরেশ রাওয়াল
  • 6/10

অন্য দিকে, চুক্তি বাবদ দেয় ১১ লক্ষ টাকা সঙ্গে সঙ্গেই ফেরত দিয়েছিলেন অভিনেতা। দাবি ছিল পরেশের।
 

হেরাফেরি ছবিতে তিন অভিনেতা
  • 7/10

তবে এবার সুখবর শোনালেন পরেশ রাওয়াল নিজেই। 'হেরাফেরি ৩'-তে বাবু রাও চরিত্রে ফিরছেন অভিনেতা। 
 

Advertisement
পরেশ রাওয়াল হেরাফেরি ছবির দৃশ্যে
  • 8/10

প্রত্যাবর্তনের পর পরেশ বলেছেন, 'কোনও ঝগড়া-অশান্তি হয়নি। শুধু চেয়েছিলাম যে সকলে একসঙ্গে হয়ে পরিশ্রম করুক। এখন সব সমস্যা মিটে গেছে।' 
 

হেরাফেরি ছবির দৃশ্য
  • 9/10

পরেশ আরও বলেন, 'এই ধরনের ছবিতে অভিনয় করা প্রত্যেকের ক্ষেত্রেই অনেক দায়িত্বের। জনপ্রিয়তা ধরে রাখতে গেলে প্রত্যেককে একত্রিত হয়ে কাজ করতে হবে।' 
 

হেরাফেরি ছবির তিন প্রধান অভিনেতা
  • 10/10

এবার প্রযোজনা সংস্থা এবং পরেশ রাওয়ালের পক্ষ থেকে জানানো হল 'হেরাফেরি ৩' ছবিতে অভিনয় করছেন তিনি। 

Advertisement