Advertisement
মনোরঞ্জন

পায়ে রক্ত ঝরছে, গলায় চোট নিয়েও 'Kusu Kusu'-তে তাক লাগিয়েছেন নোরা, দেখুন BTS ভিডিও

  • 1/7

বলিউডের পরিশ্রমী এবং উঠতি তারকাদের জনপ্রিয় একজন হলেন নোরা ফাতেহি। নাচ, গান এবং ফ্যাশন সেন্সের জন্য সবসময় শিরোনামে থাকেন তিনি। 
 

  • 2/7

তাঁর নতুন গান 'কুসু কুসু' নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন নোরা। 'সত্যমেব জয়তে টু'-এর 'দিলবার-দিলবার'- গানটিও সুপার হিট। 
 

  • 3/7

কিন্তু তার পিছনে নোরার রক্ত জল করা পরিশ্রম রয়েছে। শুটিংয়ের সময় চোটও পেয়েছেন নোরা।
 

Advertisement
  • 4/7

'কুসু কুসু' মুক্তির পর, নোরা একটি BTS ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভিডিওতে নোরা শুটিংয়ের সময় যে আঘাত পেয়েছিলেন সে কথা উল্লেখ করেন। 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nora Fatehi (@norafatehi)

  • 5/7

গানটিতে নোরা স্কার্ফ বাঁধা পাথরের ভারী বডিস্যুট পরেছিলেন। গানের শুটিংয়ের সময় নোরার গলায় নেকলেসও আটকে যায়। যে কারণে তাঁর দম বন্ধ হয়ে আসছিল পর্যন্ত। ওই হারের কারণে তাঁর গলায় ভালোই চোট লাগে।
 

  • 6/7

নোরা বলেন, এখনও পর্যন্ত এটি তাঁর সবচেয়ে খারাপ অভিজ্ঞতা, যা কখনও ভুলতে পারবেন না। গানটিতে নোরা পোশাকের সঙ্গে মানানসই হাই হিলও পরেছেন। শুটিং চলাকালীন তাঁর পায়ে কাঁচ ঢুকে যায়, এরপর পা থেকে রক্তক্ষরণ হতে থাকে। কিন্তু, তাতে মোটেই বন্ধ হয়নি শুটিং। বরং, পা বেঁধে কাজ শুরু করেন নোরা।
 

  • 7/7

নোরা ফাতেহি ২০১৫ সালে 'বিগ বস' সিজন ৯-এ ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। বিগ বস-এ তিনি বিশেষ কিছু করতে পারেননি, তবে সেখান থেকে বেরিয়ে আসার পর তিনি কঠোর পরিশ্রম করেছেন। গত ২-৩ বছরে তিনি বলিউডে এত বড় কাজ করেছেন যে আজ এখন আলাদা করে আর তাঁর পরিচয়ের প্রয়োজন নেই।

Advertisement