ব্যোমকেশ হচ্ছে দেব। এই খবর সামনে আসতেই শুরু হয়ে গিয়েছিল জোরদার সমালোচনা। দেবকে আদৌও মানাবে ব্যোমকেশের চরিত্রে।
লুক প্রকাশ্যে আসতেও তীব্র সমালোচনা হয়েছিল তা নিয়ে। তবে ছবির টিজার প্রকাশ্যে আসতেই মত বদলাল কিছুটা।
সম্প্রতি মুক্তি পেয়েছে দেব-রুক্মিণী ও অম্বরীশ ভট্টাচার্য অভিনীত ছবি 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' (Byomkesh o Durgo Rohossho) ছবির টিজার। এই টিজারে দেব মত বদলাতে পেরেছে নেট দুনিয়ার।
দেবকে যেমন ব্যোমকেশ রূপে ভাল লাগছে তেমনি প্রশংসিত হয়েছে সত্যবতীর চরিত্রে থাকা রুক্মিণীও। দেব-রুক্মিণী জুটি সবসময়ই হিট পর্দায়।
দেব সিদ্ধান্ত নিয়েছিলেন, এই ছবিতে যেহেতু সত্যবতীকে অর্ন্তঃসত্ত্বা দেখানো হয়েছে, তাই ব্যোমকেশ বা অজিত কেউই ধূমপান করবেন না। এর মধ্যে দিয়ে সমাজকে একটি বার্তাও দিতে চেয়েছিলেন দেব।
কালো ফ্রেমের চশমা, কখনও গলাবন্ধ কোট, কখনও পাঞ্জাবিতে বেশ মানানসই। টিজারে তাঁর প্রথম সংলাপ, 'আমি নেতাও নই, অভিনেতাও নই' বেশ চমক লাগায়। কারণ, বাস্তবে কিন্তু তিনি এই দুই চরিত্রই সফলভাবে ব্যালেন্স করে চলেছেন।
ট্রেলার রিলিজের অনুষ্ঠানে হাজির ছিলেন দেব স্বয়ং। ট্রোলিং ও নেতিবাচক মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'আমার পোস্টার দেখে অনেকে নেতিবাচক মন্তব্য করেছিলেন। তাঁরা খুব অল্পসংখ্যক হলেও তাঁরা আমার কাছে গুরুত্বপূর্ণ। তাঁদের সমালোচনার জন্যই আজ আমি এই জায়গায়টাতে দাঁড়িয়ে রয়েছি।'