Advertisement
মনোরঞ্জন

Rafiath Rashid Mithila: সৃজিত-পত্নী মিথিলা কি নতুন সম্পর্কে জড়ালেন?

  • 1/12


পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা রাফিয়াত রশিদ মিথিলার রসায়নের গল্প কারোরই অজানা নয়।  প্রেম থেকে  বিয়ের পর একই ছাদের নীচে বসবাস। দুই বছরের বেশি সময় ধরে সংসারও করছেন দুজনে।

  • 2/12

 তারই মধ্যে  এপারের আরেক নির্মাতার সঙ্গে মিথিলার বিশেষ সম্পর্ক নিয়ে গুঞ্জন চরমে উঠেছে।  মিথিলা সম্প্রতি দেবালয় ভট্টাচার্যের ‘মন্টু পাইলট ২’ ওয়েব সিরিজের  প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন। সেটি ইতিমধ্যে মুক্তিও পেয়েছে। ভালো ব্যবসাও করেছে। তারই মাঝে চর্চায় পরিচালক দেবালয়ের সঙ্গে মিথিলার ব্যক্তিগত সম্পর্ক। 

  • 3/12

তরুণ পরিচালক দেবালয় অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন হেসে ওড়ালেও মিথিলার ব্যক্তিগত জীবনে কি সত্যি ঝড় উঠেছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। 

Advertisement
  • 4/12

প্রসঙ্গত প্রথম স্বামী গায়ক তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক নিয়ে নানা কথা চাউর হয়েছিল। মিথিলার প্রেমিক হিসেবে যাদের নাম আলোচনায় আসে এদের মধ্যে  জন কবির অন্যতম। 

  • 5/12


মিথিলা ও বাংলাদেশের সংগীত শিল্পী  জন কবিরের মধ্যে বন্ধুত্ব দীর্ঘদিনের। দুজনের মধ্যে ভালো বোঝাপড়াও আছে। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া  দুই তারকার কিছু ছবি নিয়ে গুঞ্জনে মাতেন কেউ কেউ। তাদের নিয়ে অনেক মুখরোচক চর্চা হতে দেখা গেছে সামাজিক মাধ্যমে।

  • 6/12

 এমন গুঞ্জনও শোনা গেছে, তাহসানের সঙ্গে মিথিলার সংসার ভাঙার নেপথ্যে নাকি জন! যদিও এসব গুঞ্জনের কোনো সত্যতা পাওয়া যায়নি।  

  • 7/12

জন-মিথিলা সবসময়ই বলে এসেছেন তারা একে অপরের ভালো বন্ধু।  এ ছাড়া আর কিছুই নয়। জানা যাচ্ছে, ফের নাকি গায়কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে মিথিলার।
 

Advertisement
  • 8/12

মিথিলা প্রথমে বিয়ে করেন ২০০৬ সালে গায়ক ও অভিনেতা তাহসান রহমানকে। তাদের একমাত্র সন্তান মেয়ে আইরা। এক যুগ সংসার করার পর ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাহসান-মিথিলার। 

  • 9/12

এরপর ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত মুখার্জীকে ভালোবেসে বিয়ে করেন নায়িকা। বলা হয়, মিথিলার জীবনে চতুর্থ প্রেমিক থেকে স্বামী হিসেবে ঠাঁই পেয়েছিলেন সৃজিত। 
 

  • 10/12

একসময় নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে মিথিলার নাম জড়িয়েছিল।  তার সঙ্গে তোলা মিথিলার দুটি ঘনিষ্ঠ ছবিও ফেসবুকে ভাইরাল হয়েছিল।

  • 11/12

পরে অবশ্য সৃজিতকে বিয়ে করায় বিষয়টি আলোচনা থেকে সরে যায়। 

Advertisement
  • 12/12

ফের মিথিলাকে নিয়ে  নয়া সম্পর্কের গুঞ্জন । যদিও গোটা ঘটনায় এখনো চুপ অভিনেত্রী।

Advertisement