scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

ব্রাউন মিনি ড্রেসে Disha Patani-র নতুন ছবি, Post করতেই ভাইরাল

দিশা পাটানি
  • 1/8

দিশা পাটানি এই মুহূর্তে বলিউড সেনসেশন হিসেবে ফ্যানদের দুর্দান্ত পছন্দের। অল্প সময়ের মধ্যে তাঁর সৌন্দর্যে মোহিত হয়ে গিয়েছে দুনিয়া। তাঁর ফ্যান ফলোয়িং ঈর্ষনীয়।

দিশা পাটানি
  • 2/8

সম্প্রতি তিনি ছবি ব্রাউন চকোলেটি কালারের শর্ট ড্রেসে ছবি পোস্ট করেছেন। যা দেখলে হৃদস্পন্দন থমকে যেতে পারে। তার চাউনি থেকে শরীর সবেতেই তিনি সুপারহিট।

দিশা পাটানি
  • 3/8

তিনটি নতুন ছবি শেয়ার করেছেন দিশা। তাতে তার টানটান শরীরের খাঁজ স্পষ্ট। যা দেখে চোখ ফেরানো মুশকিল। দিশার শরীরী বিভঙ্গে মোহিত নেটদুনিয়া।

Advertisement
দিশা পাটানি
  • 4/8

দিশা ছবির সঙ্গে একটা ফুলের ছবি ক্যাপশনে পোস্ট করেছেন। তাতেই সব কিছু বয়ান হয়ে যাচ্ছে। তাঁর শরীরের সঙ্গে ফুলের তুলনা করেছেন তিনি নিজেই। আর দুটোই সমান দর্শনীয়।

দিশা পাটানি
  • 5/8

দিশা তাঁর এই ছবিগুলিতে যে কী পরিমাণ লাভ ইমোজি পেয়েছেন, তার কোনও ইয়ত্তা নেই। তাছাড়া আবেগপ্রবণ কমেন্ট তো রয়েইছে। সবাই দিশাতেই ফিদা।

দিশা পাটানি
  • 6/8

সম্প্রতি দিশা কিছু ছুটি কাটানোর ছবি পোস্ট করেছেন। সেই সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, তিনি তাঁর ভ্যাকেশন টাইম খুব মিস করছেন। বিকিনিতে তাঁর সেই রোমহর্ষক ছবি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

দিশা পাটানি
  • 7/8

দিশা ফিটনেস এবং মার্শাল আর্টের জন্য বিখ্যাত। তাঁর বয়ফ্রেন্ড টাইগার শ্রফের মতোই তাঁর ফিটনেস। তাঁর স্টান্ট ফ্যানদের স্টানড করে দেয়।

Advertisement
দিশা পাটানি
  • 8/8

দিশা এই মুহূর্তে দুটি ছবিতে কাজ করছেন। একটির নাম ভিলেন রিটার্নস। আর একটির KTINA। দুটি ছবিরই কাজ চলছে। দিশা বলিউডের নয়া সেনসেশনের মধ্যে অন্যতম। তাঁর ছবি, সিনেমা, ভিডিও সব সময়ই ভাইরাল।

Advertisement