Advertisement
মনোরঞ্জন

Dipanwita Kundu: লাইমলাইট থেকে দূরে, এখন কী করছে মিঠুনের ‘পান্তাভাতের কুণ্ডু ’?

  • 1/10

২০১০-২০১১ সাল নাগাদ এই জনপ্রিয় শোয়ে দেখা যেত এই খুদে শিল্পীকে। কোঁকড়া চুল আর তাঁর মুখভঙ্গিমায় দর্শকদের মন জয় করেছিল দীপান্বিতা। 
 

  • 2/10

দীপান্বিতার জন্যই একলাফে অনেকটা বেড়ে গিয়েছিল শোয়ের টিআরপি। রাতারাতি দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছিল সে।
 

  • 3/10

মিঠুনদার প্রিয় ‘পান্তা ভাতের কুণ্ডু’ও এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। এখন তিনি লেডি। 
 

Advertisement
  • 4/10

ডান্স বাংলা ডান্সের ৩ বছরের সেই খুদে ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। 
 

  • 5/10

এই বছর তিনি প্রস্তুতি নিচ্ছে নিট পরীক্ষার। ডাক্তার হওয়ার প্রবল ইচ্ছে রয়েছে তাঁর। 
 

  • 6/10

তবে অভিনেত্রী বা বিনোদন জগতে আসার ইচ্ছে দীপান্বিতার একেবারেই নেই। তিনি পড়াশোনাকেই গুরুত্ব দিয়ে এসেছেন বরাবর। 
 

  • 7/10

বহরমপুরে জন্ম এবং বেড়ে ওঠা। সেখানকার স্কুলেই পড়াশোনা করেছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে কলকাতায় ছিলেন কিছুদিন।

Advertisement
  • 8/10

মেডিক্যাল পড়ার সুযোগ না পেলেও প্যারা-মেডিক্যাল বা বায়োটেকনোলজি বিষয় নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে দীপান্বিতার।
 

  • 9/10

৭০ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন উচ্চ মাধ্যমিক। এরই পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নাচের রিলস ভিডিও পোস্ট করেন তিনি। 
 

 

  • 10/10

 এখন প্রথাগত প্রশিক্ষণ থেকে দূরে রয়েছেন। তবে আগামী দিনে ফের নাচের তালিম নিতে চান। আপাতত পড়াশোনা আর শরীরচর্চা করেই সময় কাটছে তাঁর।
 

Advertisement