scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

Father's Day 2022 : কখনও শাসন-কখনও সোহাগ, বলিউডের এই 'বাবা'রা জয় করেছেন দর্শক-মন

Happy Fathers Day
  • 1/6

সন্তানকে জন্মদেন মা, তাকে আদরে সোহাগে বড়ও করে তোলেন মা। কিন্তু সন্তানের সঠিকভাবে বেড়ে ওঠা ও তার জীবনে প্রতিষ্ঠালাভের নেপথ্যে যে মানুষটির নিরন্তর ভূমিকা থাকে এবং যে মানুষটি সবসময় ঢালের মতো দাঁড়িয়ে থেকে তাঁর সন্তানসহ গোটা পরিবারকে আগলে রাখেন তিনি হলেন বাবা। আজ সেই বাবাদের জন্য বিশেষ একটা দিন (Father's Day 2022)। কারণ ছোটবেলায় প্রায় সব শিশুর কাছেই তার বাবাই আইডল হয়ে ওঠেন। এতো গেল রিয়েল লাইফের কথা। রিল লাইফেও বাবাদের ভূমিকায় বিভিন্ন অভিনেতার অভিনয় আমাদের মনে দাগ কেটেছে। এই প্রতিবেদনে আলোচনা তাঁদের নিয়েই। 

অমিতাভ বচ্চন
  • 2/6

অমিতাভ বচ্চন - একসময় নায়কের ভূমিকায় সুপার স্টার ছিলেন তিনি। আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী বদলে নিয়েছেন নিজের অভিনয়ের ধরন। তিনি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ছবিতে হিরো হিসেবেও যেমন দর্শকদের মন জয় করতেন বিগ বি, পরবর্তী সময়ে বাবার চরিত্রে অভিনয় করেও সেই একইরকম সফল। কভি খুশি কভি গম, পিকু, বাগবান, ওয়াক্ত : দ্য রেস এগেইনস্ট টাইম-এর মতো ছবিতে বাবার ভূমিকায় বলিউডের শাহেনশার অভিনয় কখনওই ভোলার নয়। 

অনুপম খের
  • 3/6

অনুপম খের - হিন্দি ছবিতে বাবার ভূমিকায় আরও এক জনপ্রিয় অভিনেতা অনুপম খের (Anupam Kher)। কমেডি থেকে সিরিয়াস, যেকোনও চরিত্রেই মানানসই তিনি। বিশেষত দিলওয়ালে দুলহানিয় লে জায়েঙ্গে ছবিতে শাহরুখ খানের বাবার ভূমিকায় অনুপম খেরের অভিনয় দর্শকদের মনে গেঁথে রয়েছে। এছাড়া হাম আপকে হ্যায় কৌন ছবিতেও বাবার চরিত্রে দক্ষ অভিনেতার পরিচয় রাখেন তিনি।

Advertisement
কাদের খান
  • 4/6

কাদের খান - বাবার চরিত্রে বলিপাড়ার আরও এক বিখ্যাত অভিনেতা কাদের খান (Kader Khan)। বেশিরভাগ ক্ষেত্রে তাঁকে কমেডি চরিত্রে দেখা গেলেও অন্যান্য রোলেও সমান পারদর্শী ছিলেন তিনি। দুলহে রাজা, হিরো নম্বর ১-এর মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকদের বারেবারেই আনন্দ দিয়েছে। 

আরও পড়ুনসাইকেল থেকে পড়ে গেলেন জো বাইডেন, দেখুন VIDEO

অলোক নাথ
  • 5/6

অলোক নাথ - বলিউডে বাবার ভূমিকায় অভিনয়ের জন্য যাঁরা বিশেষভাবে পরিচিত, তাঁদের মধ্যে অন্যতম অলোক নাথ (Alok Nath)। ম্যায়নে প্যায়ার কিয়া, হাম সাথ সাথ হ্যায় : উই স্ট্যান্ড ইউনাইডেট-এর মতো ছবিতে তাঁর অভিনয় বিশেষ প্রশংসার দাবি রাখে।

আমির খান
  • 6/6

আমির খান - বি টাউনের ৩ খানের অন্যতম আমির খান (Aamir Khan)। মিস্টার পারফেকশনিস্ট মূলত হিরোর ভূমিকায় পরিচিত হলেও বাবার ভূমিকাতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। বিশেষত আকেলে হাম আকেলে তুম বা দঙ্গলে বাবার ভূমিকার অভিনয় করে দর্শকদের প্রচুর প্রশংসা কুড়িয়েছেন তিনি। 

আরও পড়ুনরাজ্যে মরশুমের প্রথম ইলিশ, কোথায়-কত দামে পাবেন?

Advertisement