scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

আবিরের জন্মদিন, অভিনেতা সম্পর্কে জেনে নিন কিছু ইন্টারেস্টিং তথ্য

abir
  • 1/10

পর্দায় বাঙালিকে গোয়েন্দা চরিত্রে মাতিয়ে রাখেন আবির চট্টোপাধ্যায়। তবে এখন ব্যোমকেশ, ফেলুদা কিংবা সোনাদা নয়, নতুন ধরনের চরিত্রে দর্শককে মোহিত করেছেন তিনি। জন্মদিনে জেনে নিন আবির সম্পর্কে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য। ফোটো- আবিরের ইনস্টাগ্রাম

abir
  • 2/10

২০০৯ সালে অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়ের ক্রস কানেকশন ছবিতেই বড়পর্দায় আত্মপ্রকাশ আবিরের। আমেরিকা ফেরত ভিকির চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। আবিরের বিপরীতে ছিলেন রিমঝিম মিত্র। পর্দায় তাঁদের রসায়ন দর্শকের পছন্দ হয়েছিল। ফোটো- আবিরের ইনস্টাগ্রাম

abir
  • 3/10

২০১৭ সালে আবিরের অভিনীত বিসর্জন জাতীয় পুরস্কার পায়। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত এই ছবিতে ভারতের মুসলিম ছেলের ভূমিকায় ছিলেন আবির, বিপরীতে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া এহসান। ফোটো- আবিরের ইনস্টাগ্রাম

Advertisement
abir
  • 4/10

আবির চট্টোপাধ্যায়ের বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায় বাংলা থিয়েটার জগতের বর্ষীয়ান অভিনেতা। টেলিভিশন ও সিনেমা জগতেও সাফল্যের সঙ্গে কাজ করছেন বহু বছর। ফোটো- আবিরের ইনস্টাগ্রাম

abir
  • 5/10

রাজ চক্রবর্তীর পরিচালনায় ধারাবাহির প্রলয় আসছে প্রথমবার দেখা যায় আবিরকে। সিরিজে একজন দৃঢ় পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। পরবর্তীতে শাশুড়ি জিন্দাবাদ, খুঁজে বেড়াই কাছের মানুষ, বহ্নিশিখা, শুধু তোমারই জন্য, এক আকাশের নীচে-র মতো ধারাবাহিকে কাজ করেছেন আবির। ফোটো- আবিরের ইনস্টাগ্রাম

abir
  • 6/10

২০০৭ সালে নন্দিনী চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আবির। তাঁদের একটি মিষ্টি মেয়ে রয়েছে, ময়ূরাক্ষী। প্রথমবার আবির-নন্দিনীর দেখা হয় এমবিএ করতে গিয়ে ICFAI ইউনিভার্সিটিতে। তবে আবিরের বিয়ের খবরে মন ভেঙেছিল বহু মহিলা অনুরাগীদের। ফোটো- আবিরের ইনস্টাগ্রাম

abir
  • 7/10

আপনি কি জানেন, আবির চট্টোপাধ্যায় বিগবির একনিষ্ঠ ভক্ত। যখনই হিন্দি ছবিতে অমিতাভ বচ্চনের কথা বলেন তিনি, সবসময়ই শাহেনশাহর ব্যারিটোন ভয়েস কপি করার চেষ্টা করেন। ফোটো- আবিরের ইনস্টাগ্রাম

Advertisement
abir
  • 8/10

শচীন তেণ্ডুলকরেরও বড় ফ্যান আবির চট্টোপাধ্যায়। ছোটবেলায় তিনি ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। একসময় আবির বলেছিলেন, শচীন যেদিন অবসর নেন সেদিন তিনি ভীষণ কষ্ট পেয়েছিলেন। লেফটিস্ট খেলোয়াড় হয়েও তিনি ব্রায়ান লারার ফ্যান। ফোটো- আবিরের ইনস্টাগ্রাম

abir
  • 9/10

জানেন আবিরের ডান গালের দাগটি কীসের জন্য, ক্লাস সেভেনে পড়ার সময় একদিন বৃষ্টিতে সাইকেল চালাচ্ছিলেন অভিনেতা। হঠাৎই সামনে একটি বিড়াল এসে পড়ে তাকে বাঁচাতে গিয়ে সাইকেল ঘোরাতেই সাইকেল থেকে পড়ে যান আবির। যার উপহার গালের ওই কাটা দাগ। ফোটো- আবিরের ইনস্টাগ্রাম

abir
  • 10/10

ছোটবেলায় আবিরকে সিনেমা হলে নিয়ে গেলেই কান্না জুড়ে দিত সে। তাঁর নাকি ভালই লাগত না সিনেমা হলে যেতে। তাঁর দেখা প্রথম ছবি কিং কং। আবিরের এখনও মনে আছে গুড, ব্যাড এন্ড আগলি-র মতো ছবি দেখতে তাঁকে সিনেমা হলে নিয়ে যেতেন ফাল্গুনী চট্টোপাধ্যায়। ফোটো- আবিরের ইনস্টাগ্রাম

Advertisement