১৫ মার্চ অভিনেতা যিশু সেনগুপ্তের জন্মদিন। দেখে বোঝা না গেলেও এই বছর ৪৪ বছর পূর্ণ করে ৪৫-এ পা দিলেন তিনি।
এখনও নিজের 'চকোলেট বয়' ইমেজ ধরে রেখেছেন যিশু। সামাজিক মাধ্যমে লাইক, কমেন্টসে টেক্কা দিতে পারবেন অনেক নায়িকাকেও।
এখন যে শুধু বাংলা ছবির গন্ডিতেই থেমে নেই। দাপিয়ে কাজ করে বেড়াচ্ছেন বলিউড ইন্ডাস্ট্রিতেও। অন্যদিকে সে তালিকায় রয়েছে দক্ষিণী ছবির কাজও।
সালটা ছিল ১৯৯৯। মাত্র ১৯ বছর বয়সে পা রেখেছিলেন বিনোদন জগতে। দূরদর্শনে পৌরাণিক ধারাবাহিক 'মহাপ্রভু'-তে চৈতন্য মহাপ্রভুর চরিত্রে অভিনয় করেছিলেন যিশু। সেই সময়ই খুব জনপ্রিয় হয় এই সিরিয়াল।
এক সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে যিশু বলেন, "আমি ১১৭ তম মহাপ্রভু ছিলাম অডিশনে। সেই সময়ে আমি কাজটা শুরু করি শুধু হাত খরচের জন্য।"
ছোটবেলা থেকে খেলাধূলো তাঁর খুব পছন্দের। বিশেষত ক্রিকেট খেলায় যথেষ্ট পারদর্শী তিনি। অভিনয় জগতে আসার আগে ক্রিকেট সাব-জুনিয়র গেমসেও খেলতেন তিনি। এমনকি সেলিব্রিটি ক্রিকেট লিগে বেঙ্গল টাইগার্স টিমকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। এখনও বিভিন্ন ফ্রেন্ডলি ম্যাচে যিশু সেনগুপ্তকে অবশ্যই দেখা যায়।
২০০০ সাল থেকে 'শেষের ঠিকানা', 'ঋণমুক্তি', ' একটু ছোঁয়া', 'মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার', 'আবার অরণ্য', 'প্রেমী', 'প্রেমের কাহিনী'-র মতো একাধিক ছবিতে কাজ করেছেন তিনি।
তবে তাঁর পরিচিতি আরও বেশি করে দর্শকেরা পেতে শুরু করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি 'আবহমান (২০১০)', 'নৌকাডুবি (২০১১)', 'চিত্রাঙ্গদা দ্য ক্রাউনিং উইশ (২০১২)' ছবিগুলির মাধ্যমে।
এছাড়াও যিশুর ঝুলিতে রয়েছে 'জাতিশ্বর', 'রাজকাহিনী','নির্বাক','জুলফিকর','পোস্ত','উমা''ব্যোমকেশ ও অভিজান','এক যে ছিল রাজা','ঘরে বাইরে আজ'-র মতো ছবিগুলি।
বর্তমানে বলিউডের ছবিতেও যিশু পরিচিত মুখ। 'পিকু', 'বরফি','মর্দানি','মর্দানি ২','শকুন্তলা দেবী','সড়ক ২','দুর্গামতী'-মতো একাধিক ছবিতে নিজের অভিনয় দক্ষতায় সকলের মন জিতেছেন তিনি। সামনে আসছে আরও বেশ কয়েকটি ছবি।
এদিকে বাংলা-হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ছবিতেও যিশু বেশ কয়েকটি কাজ করছেন। সে তালিকায় রয়েছে 'এন.টি.আর.কাঠানায়াকুডু', 'অশ্বত্থামা', 'ভীষ্মা'। হাতে রয়েছে 'থালাইভি',আচারিয়া'- ছবিগুলি।
যিশু পিছিয়ে নেই ওয়েব সিরিজেও। 'স্কাইফায়ার','টাইপ রাইটার', 'ক্রিমিনাল জাস্টিজ বিহাইন্ড ক্লোজড ডোরস' -র মাধ্যমে মন ছুঁয়েছেন আপামর দর্শকদের।
ব্যক্তিগত জীবনে, দীর্ঘদিনের সম্পর্কের পর ২০০৪ সালে অভিনেত্রী নীলাঞ্জনা শর্মার সঙ্গে বিয়ে হয় যিশু সেনগুপ্তের।