আর ক'দিন পরে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর-আলিয়া। কাপুর পরিবারে পঞ্চম প্রজন্মের বিয়ে হতে চলেছে। এর আগের প্রজন্মের ঋষি কাপুর থেকে করিনা কাপুরের বিয়ের মুহূর্ত দেখে নিন ছবিতে।
ঋতু নন্দা-রাজন নন্দা
রাজ কপুরের বড় মেয়ে ঋতু নন্দার সঙ্গে বিয়ে হয়েছিল শিল্পপতি রাজন নন্দার। দম্পতির দুই ছেলেমেয়ে নিখিল নন্দা ও নিতাশা নন্দা। ঋতু নন্দা অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতার শাশুড়ি। নিখিলের সঙ্গে বিয়ে হয়েছে শ্বেতার।
শশী কাপুর-জেনিফার ক্যান্ডেল
১৯৫৮ সালের ইংলিশ অভিনেতা জেনিফার ক্যান্ডেলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শশী কাপুর। তাঁদের তিন সন্তান। করণ কাপুর, কুণাল কাপুর ও সঞ্জনা কাপুর। ১৯৮৪ সালে ক্যানসারে মৃত্যু হয় জেনিফারের।
শম্মি কাপুর ও গীতা বালি
১৯৫৫ সালের অগাস্টে বিয়ে করেন শম্মি কাপুর ও গীতা বালি। দম্পতির দুই সন্তান আদিত্যরাজ কাপুর ও কাঞ্চন কাপুর। আদিত্যরাজ কাপুর অভিনয় করেছেন। ব্যবসায়ী কেতন দেসাইয়ের স্ত্রী কাঞ্চন।
রণধীর-ববিতা কাপুর
১৯৭১ সালে রণধীর কাপুরের সঙ্গে বিয়ে হয় ববিতা। তখন হিন্দি সিনেমার পরিচিত মুখ ছিলেন। বিয়ের পর অভিনয় ছাড়েন ববিতা। দম্পতির দুই কন্যা কারিশ্মা ও করিনা।
ঋষি কাপুর ও নীতু কাপুর
১৯৮০ সালে নীতুর হাত ধরেন ঋষি কাপুর। আরকে হাউসে বিবাহ আসর বসেছিল। তাঁদের ছেলে রণবীরের বিয়ে নিয়ে এখন চর্চা চলছে।
রাজীব কাপুর ও আরতি সভরবাল
২০০১ সালে আরতি সভরবালকে বিয়ে করেন রাজীব কাপুর। আরতি ফ্যাশন ডিজাইনার। ২০০৩ সালেই বিচ্ছেদ হয় দম্পতির।
রিদ্ধিমা কাপুর ও ভরত সাহানি
২০০৬ সালে ২৫ জানুয়ারি ভরত সাহানির সঙ্গে সাত পাকে বাঁধে পড়েন ঋষি-নীতুর কন্যা রিদ্ধিমা। দম্পতির একটি কন্যাসন্তানও আছে।
করিশ্মা ও সঞ্জয়
২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর করিশ্মা ও সঞ্জয় কাপুরের বিয়ে হয়। ১১ বছর বাদে ২০০৪ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা।
করিনা ও সেফ
২০১২ সালে ১৬ অক্টোবর সেফ আলি খানকে বিয়ে করেন করিনা। দম্পতির দুই পুত্র সন্তান। বিটাউনের জনপ্রিয় কাপল তাঁরা।
আরমান ও অনিশা মলহোত্রা
রিমা জৈনের (কাপুর) ছেলে আরমান জৈন বিয়ে করেন ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি। রিমা রাজ কাপুরের মেয়ে।