scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

করিনা কাপুরকে বডিবিল্ডার বলে ট্রোল নেটাগরিকদের, কী এমন পরলেন বেগম?

কারিনা কাপুরের এই আউটফিটেই রুষ্ট ভক্তরা
  • 1/8

কারিনা কাপুর নিজের প্রত্যেক আউটফিটে ইউনিক স্টাইলে সামনে আসেন। তাও সে জিমে হোক কিংবা party-wear কিংবা ক্যাজুয়াল, কারিনা কাপুর খান সবসময়ই আলাদা। তিনি কারো পরোয়া না করে নিজের স্টাইল ক্যারি করতে পছন্দ করেন। তবে এই চক্করে কখনও কখনও তার আউটফিট ফ্যাশন স্টাইল এর পরিবর্তে ফ্যাশন ডিজাস্টারে পরিণত হয়।

কারিনা কাপুরের এই আউটফিটেই রুষ্ট ভক্তরা
  • 2/8

এমনই একটি নতুন আউটফিটে তিনি প্রকাশ্যে এসেছেন এবং ছবি পোস্ট করার পর থেকেই তাঁকে ট্রোল করা শুরু করে দিয়েছেন নেটাগরিকর।তিনি রেড সিমরি টপ এবং ব্যাগি জিন্স পড়ে নজরে এসেছেন। সঙ্গে ব্ল্যাকহেডস সান গ্লাসেস এবং বান হেয়ারস্টাইলে কারিনা কাপুরের নিজস্ব লোক প্রকাশ্যে এসেছে।

কারিনা কাপুরের এই আউটফিটেই রুষ্ট ভক্তরা
  • 3/8

এমনিতেই কারিনা কাপুর ক্যাজুয়াল লুক অন্যদিন নজর টানে। লোকের নজর পড়েছে তবে সম্পূর্ণ উল্টো কারণে ফ্যানেরা একেবারেই পছন্দ করছেন না। তার এই আউটফিট তাকে নিয়ে ট্রল করছেন।

Advertisement
কারিনা কাপুরের এই আউটফিটেই রুষ্ট ভক্তরা
  • 4/8

একজন লিখেছেন, হে ভগবান ভাল ব্যাগও আপনার স্টাইল কে বাঁচাতে পারেনি। আরেকজন লিখেছেন আপনার ফ্যাশনের খেলা অনেক নীচে নেমে গিয়েছে। তৃতীয় জন যা লিখেছেন, আপনি স্টাইলিস্ট কে বের করে দিন।

কারিনা কাপুরের এই আউটফিটেই রুষ্ট ভক্তরা
  • 5/8

এর আগে ২০০৪ সালে কিছু এমন কমেন্টস করেছেন। যেখানে লেখা হয়েছে যে তাঁকে সুইমস্যুট বদলাতে ভুলে গিয়েছেন। যথেষ্ট হয়েছে আপনি বডিবিল্ডার লাগছেন। তবে সবাই করিনা কাপুরের এই লুককে ক্রিটিসাইজ করেছেন।

কারিনা কাপুরের এই আউটফিটেই রুষ্ট ভক্তরা
  • 6/8

লোকেরা এই আলোচনা বুঝতে পারছেন যে কারিনা এই red-hot লুক তাকে তারিফের বদলে ধিক্কারের মুখোমুখি করে দিয়েছে। অন্যদিকে সেফ অরেঞ্জ কালারের টি-শার্ট এবং ডেনিমে দেখা গিয়েছে।

কারিনা কাপুরের এই আউটফিটেই রুষ্ট ভক্তরা
  • 7/8

ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলেও কারিনা কাপুরের আপকামিং ফিল্ম লাল সিং চাড্ডায়, আমির খানের সঙ্গে প্রকাশ্যে আসবেন। অদ্বৈত চন্দন এর নির্দেশিত লাল সিং চাড্ডা ১১ আগস্ট রিলিজ হবে। এ ছাড়া তিনি এই মাসেই ডাইরেক্টর সুজয় ঘোষের ট্রেলার ফিলম এর শুটিং শুরু করতে চলেছেন। সিনেমায় কারিনা কাপুরের সঙ্গে জয়দীপ আহলাওয়াতকে দেখা যাবে।

 

Advertisement
কারিনা কাপুরের এই আউটফিটেই রুষ্ট ভক্তরা
  • 8/8

অন্যদিকে সেই দুটো আপকামিং প্রজেক্টে ব্যস্ত রয়েছেন। প্রভাসের সঙ্গে আদি পুরুষ এবং ঋত্বিক রোশনের সঙ্গে ভিক্রম ভেধা। কিছু সময় আগে ভিক্রম ভেধা শেফের্ড রিলিজ করা হয়েছে।

Advertisement