Advertisement
মনোরঞ্জন

ভিকি কৌশলের বাড়ির পথে ক্যাটরিনা, সেই মুহূর্তে ক্যামেরাবন্দি, দেখুন PHOTOS

  • 1/8

বর্তমানে বলিউডে যদি কোনো কিছু নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, তা হলো ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে। একদিকে যেমন ক্যাটরিনা তার সৌন্দর্য দিয়ে দেশবাসীর মন জয় করেছেন, অন্যদিকে ভিকিও তার দুর্দান্ত অভিনয় দিয়ে ভক্তদের আস্থা অর্জন করেছেন।
 

  • 2/8

এখন দুজনই ব্যক্তিগত ফ্রন্টে ঐক্যবদ্ধ হতে যাচ্ছেন। তাদের বিয়ের খবর সর্বত্র শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে দম্পতির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

  • 3/8

এমনকি ক্যাটরিনা কাইফও তার বিয়েকে মিডিয়ার চোখ থেকে দূরে রাখার চেষ্টা করছেন। কিন্তু সব সময় মিডিয়ার নজর এড়াতে পারেন না ক্যাটরিনা। সম্প্রতি তাকে দেখা গেছে।

Advertisement
  • 4/8

ক্যাটরিনার সাম্প্রতিক ছবিতে তাকে গাড়িতে বসে থাকতে দেখা গেছে। অভিনেত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠরাও ছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হ'ল  বিয়ে নিয়ে সিরিয়াস ক্যাটরিনা কাইফের মুখে  সুন্দর মিষ্টি হাসি দেখা গেছে।

  • 5/8


এর পাশাপাশি তিনি পাপারাজ্জিদের সঙ্গেও আলাপ করেন। ক্যাটরিনার গাড়ি ঘিরে ফেলেন  পাপারাজ্জিরা। এই সময়, অভিনেত্রীকে ভিতর থেকে হাত নাড়তে দেখা যায়। সেই  সময় ক্যাটরিনা  খুব হাসছিলেন এবং তাঁকে খুশি দেখাচ্ছিল।

  • 6/8

প্রসঙ্গত উল্লেখ্য যে ক্যাটরিনা কাইফ সম্পর্কে শোনা গেছে যে তিনি ভিকির সাথে তার বিয়েকে পুরোপুরি লাইমলাইট থেকে দূরে রাখার চেষ্টা করছেন। এমনকি বিবাহস্থলে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। এছাড়া বিয়েতে প্রবেশকারী অতিথিদের একটি গোপন কোড দেওয়া হবে। এই কোডের ভিত্তিতে তাদের বিয়ের ভেন্যুতে দেখা যাবে।

  • 7/8

খবরে বলা হয়েছে, ৬ ডিসেম্বরের মধ্যেই বিয়ের গন্তব্যে পৌঁছে যাবেন দম্পতি। এর পরে ৭-৮ ডিসেম্বর প্রি-ওয়েডিং অনুষ্ঠান এবং ৯ ডিসেম্বর  বিবাহ অনুষ্ঠিত হবে। ভিকি এবং ক্যাটরিনার বিয়ে হতে চলেছে  ২০২১ সালের সবচেয়ে বড় ও আলোচিত বিয়ে।

Advertisement
  • 8/8

ছবির ক্রেডিট- @yogenshah

Advertisement