scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

জন্মদিনে পর্ন তারকার সঙ্গে সলমন! 'ভাই ভার্জিন', মস্করা ভক্তদের

পর্ন তারকার শুভেচ্ছাবার্তা সলমনকে
  • 1/9

সদ্য ৫৬ বছরে পা দিলেন সলমন খান। ২৭ ডিসেম্বর ভাইজানের জন্মদিন ভক্তদের কাছে উৎসবের চেয়ে কম নয়! দুনিয়ার নানা প্রান্ত থেকে এসেছে উজাড় করা অভিনন্দন। 

পর্ন তারকার শুভেচ্ছাবার্তা সলমনকে
  • 2/9

সেই সব অভিনন্দনের মাঝেই নজর কেড়ে নিয়েছে এক সুন্দরীর শুভেচ্ছাবার্তা। 

পর্ন তারকার শুভেচ্ছাবার্তা সলমনকে
  • 3/9

কে এই সুন্দরী? তিনি এক নামি পর্ন তারকা। সলমনের সঙ্গে ছবি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। 

Advertisement
পর্ন তারকার শুভেচ্ছাবার্তা সলমনকে
  • 4/9

মার্কিন পর্ন তারকা কেন্দ্রা লাস্ট। তাঁর সঙ্গেই সলমনের একটি ছবি ভাইরাল হয়েছে। তাহলে কি কেন্দ্রার সঙ্গে বন্ধুত্ব রয়েছে ভাইজানের? 

পর্ন তারকার শুভেচ্ছাবার্তা সলমনকে
  • 5/9

ছবিটি একটু খতিয়ে দেখলেই বোঝা যাবে এটি প্রযুক্তির কারসাজি। আলাদা আলাদা ছবি জোড়া হয়েছে। 

পর্ন তারকার শুভেচ্ছাবার্তা সলমনকে
  • 6/9

কেন্দ্রা লাস্টের সঙ্গে সলমনের এহেন ছবিতে ভাইজানের ভক্তরা নানা মন্তব্য করেছেন। 

পর্ন তারকার শুভেচ্ছাবার্তা সলমনকে
  • 7/9

কেউ লিখেছেন,'ওহ্‌ মাই গড! আপনি সলমনকে পছন্দ করেন।' কারও মন্তব্য,'আপনারা একসঙ্গে সিনেমা করুন না।'

Advertisement
পর্ন তারকার শুভেচ্ছাবার্তা সলমনকে
  • 8/9

কারও সরস কাল্পনিক কথোপকথন,'সলমন খান: আমি তো কুমার। কেন্দ্রা লাস্ট: হমমম...।' 

পর্ন তারকার শুভেচ্ছাবার্তা সলমনকে
  • 9/9

কেন্দ্রাকে কি সলমন চেনেন? সেটা অবশ্য জানা যায়নি।   

Advertisement