scorecardresearch
 
মনোরঞ্জন

নীল বিকিনিতে সুইমিং পুলে 'ঝুমা বউদি' মোনালিসা, ছবি ভাইরাল

নীল বিকিনিতে সুইমিং পুলে 'ঝুমা বউদি', ছবি ভাইরাল
  • 1/10

ফের খবরে ভোজপুরি অভিনেত্রী মোনালিসা। এবারও ভাইরাল তাঁর ছবি। সৌজন্যে সোশাল মিডিয়া। 

নীল বিকিনিতে সুইমিং পুলে 'ঝুমা বউদি', ছবি ভাইরাল
  • 2/10

সবে উৎসবের মরশুম শেষ হয়েছে। উৎসবের সময় শাড়ি পরা ছবি পোস্ট করে সবার নজর কেড়েছিলেন বাঙালির ঝুমা বউদি।  শৃঙ্গার ও লাস্যে যেন পরিপূর্ণ ছিলেন তিনি। 

নীল বিকিনিতে সুইমিং পুলে 'ঝুমা বউদি', ছবি ভাইরাল
  • 3/10

তবে এবার একেবারে খোলামেলা পোশাকে দেখা গেল অভিনেত্রীকে। একেবারে বিকিনি পরা ছবি পোস্ট করলেন তিনি। 

নীল বিকিনিতে সুইমিং পুলে 'ঝুমা বউদি', ছবি ভাইরাল
  • 4/10

দেখা যাচ্ছে, নিল রঙের বিকিনি পরে রয়েছেন তিনি। বিনুনি করে চুল বাঁধা। ক্যাপশনে লিখেছেন, #hello #hi #goodmorning #missing।

নীল বিকিনিতে সুইমিং পুলে 'ঝুমা বউদি', ছবি ভাইরাল
  • 5/10

মোনালিসা এদিন যে ছবি শেয়ার করেছেন তা মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৮৫ হাজারেরও বেশি লাইক পেয়েছে। 

নীল বিকিনিতে সুইমিং পুলে 'ঝুমা বউদি', ছবি ভাইরাল
  • 6/10

কিছুদিন আগেই মোনালিসা একটি নাচের ভিডিও শেয়ার করেছিলেন। যা বেশ জনপ্রিয়তা পায়। 

নীল বিকিনিতে সুইমিং পুলে 'ঝুমা বউদি', ছবি ভাইরাল
  • 7/10

চলতি বছরের শুরুতে 'ইসক' নামে এক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল মোনালিসাকে।  

নীল বিকিনিতে সুইমিং পুলে 'ঝুমা বউদি', ছবি ভাইরাল
  • 8/10

চলতি বছরের শুরুতে 'ইসক' নামে এক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল মোনালিসাকে।  

নীল বিকিনিতে সুইমিং পুলে 'ঝুমা বউদি', ছবি ভাইরাল
  • 9/10

তবে বাঙালির মন জয় তিনি করেছিলেন, ঝুমা বৌদির চরিত্রে অভিনয় করে। 
 

নীল বিকিনিতে সুইমিং পুলে 'ঝুমা বউদি', ছবি ভাইরাল
  • 10/10

সে তো গেল পর্দার কথা। কিন্তু, ইনস্টাগ্রামেও সবসময় সক্রিয় থাকেন তিনি। নতুন নতুন ছবি পোস্ট করে ফ্যানেদের মন জয় করেন।