scorecardresearch
 
 
মনোরঞ্জন

বডি শেমিং ছাড়াও এই কারণে ট্রোলড হয়েছিলেন 'ঝুমা বউদি'-মোনালিসা!

বডি শেমিং ছাড়াও এই কারণে ট্রোলড হয়েছিলেন 'ঝুমা বউদি'-মোনালিসা!
  • 1/8

অভিনেত্রী মোনালিসা। দর্শকদের কাছে তিনি জনপ্রিয় ঝুমা বৌদি নামে। বিগ বসের পর একাধিক টিভি শো-তে দেখা গেছে মোনালিসাকে। 

বডি শেমিং ছাড়াও এই কারণে ট্রোলড হয়েছিলেন 'ঝুমা বউদি'-মোনালিসা!
  • 2/8

তিনি দর্শকদের প্রশংসাও কুড়িয়েছেন। টেলিভিশনের মাধ্যমে ব্যক্তিগত জীবনের নানা কথা তিনি সামনে এনেছেন। তবে বেশ কয়েকবার ট্রোলডও হতে হয়েছে তাঁকে। 

বডি শেমিং ছাড়াও এই কারণে ট্রোলড হয়েছিলেন 'ঝুমা বউদি'-মোনালিসা!
  • 3/8

মোনালিসা জানান, তিনি একাধিকবার ট্রোলড হয়েছেন। তবে তিনি মনে করেন, এখন তাঁকে ট্রোলড করা অনেক কমে গেছে। শুরুর দিকে বিভিন্ন ইস্যুতে তাঁকে নেটিজেনদের শিকার হতে হয়েছিল। 

বডি শেমিং ছাড়াও এই কারণে ট্রোলড হয়েছিলেন 'ঝুমা বউদি'-মোনালিসা!
  • 4/8

 তিনি জানান, 'বডি শেমিং থেকে শুরু করে ভালো ইংরেজি বলতে না পারার জন্যও আমাকে নেটিজেনরা বিভিন্ন সময় খারাপ কথা বলেছিলেন।' 

বডি শেমিং ছাড়াও এই কারণে ট্রোলড হয়েছিলেন 'ঝুমা বউদি'-মোনালিসা!
  • 5/8

মোনালিসার কথায়, 'আমি যখন প্রথন আসি ইন্ডাস্ট্রিতে তখন খুব সাদা সরল ছিলাম। কিন্তু, ধীরে ধীরে সব বুঝতে শুরু করি। তখন ট্রোলারদের কমেন্টকে গুরুত্ব দিতাম। এতে নিজেরই কষ্ট বাড়ত। তবে এখন আমি অনেক পরিণত।' 

বডি শেমিং ছাড়াও এই কারণে ট্রোলড হয়েছিলেন 'ঝুমা বউদি'-মোনালিসা!
  • 6/8

আরও বলেন, 'ইন্ড্রাস্ট্রিতে এসে অনেক অসুবিধের মুখে পড়তে হয়। সব্বাইকে। সেজন্য গ্রুমিং দরকার। ইংরেজি বলতে না পারার জন্য আমাকেও হতে হয়েছিল। তবে আমি এখন বুঝে গেছি, ইংরেজি বলতে না পারাটা দোষের নয়।' 

বডি শেমিং ছাড়াও এই কারণে ট্রোলড হয়েছিলেন 'ঝুমা বউদি'-মোনালিসা!
  • 7/8

প্রসঙ্গত, বাঙালি অভিনেত্রী অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা এর আগে ‘কাঁটা লাগা গানের ভিডিও শেয়ার করে সোশাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন। 
 

বডি শেমিং ছাড়াও এই কারণে ট্রোলড হয়েছিলেন 'ঝুমা বউদি'-মোনালিসা!
  • 8/8

সোশাল মিডিয়ায় সাহসী ছবি দিয়েও শিরোনামে এসেছেন। প্রসঙ্গত, প্রচুর ছবিতেও কাজ করেছেন মোনালিসা।