২৪ অক্টোবরই সাত পাকে বাঁধা পড়েছেন নেহা-রোহনপ্রীত। পিচরঙা লেহঙ্গা পরে নেহার বিয়ের ছবি ও ভিডিও রীতিমতো শোরগোল ফেলেছে সোশাল মিডিয়ায়। ফোটো- ইনস্টাগ্রাম সৌজন্যে
গায়িকার বিয়ে নিয়ে জল্পনার মাঝেই প্রকাশ্যে এসেছিল ছবি। কীভাবে নেহাকে বিয়ের জন্য প্রপোজ করেছিলেন রোহনপ্রীত সেই ছবি নিজেই সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন নেহা কক্কর। ফোটো- নেহার ফেসবুক পেজ সৌজন্যে
গোলাপি রঙের গাঁটে বাঁধা দু’জনে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘নেহু দা বিয়া’। দিল্লির এক পাঁচতারা হোটেলে বিয়ের পর্ব সেরেছেন নেহা ও রোহন। ফোটো- ইনস্টাগ্রাম সৌজন্যে
বিয়ের আগেই একসঙ্গে মিউজিক অ্যালবাম লঞ্চ করেছিলেন তাঁরা। তাই বিয়েটা আদেও হচ্ছে নাকি সবটাই গানের প্রচার তা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে বিয়ের ছবি প্রকাশ্যে আসায় ফ্যানেরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন প্রিয় গায়িকাকে। ফোটো- ইনস্টাগ্রাম সৌজন্যে
বিয়ের পর নেহা-রোহনপ্রীতের রিসেপন হবে পঞ্জাবের জিরাকপুরে। বিয়ের প্রতিটি অনুষ্ঠানেই মনের আনন্দে নাচতে দেখা গিয়ছে নেহাকে। ফোটো- ইনস্টাগ্রাম সৌজন্যে
অক্টোবরের শুরুতেই শোনা গিয়েছিল, রিয়্যালিটি শোয়ের তারকার রোহনপ্রীতের সঙ্গে চারহাত এক হতে চলেছে নেহা কক্করের। করোনার কারণে বিয়েতে বিশেষ কোনও তারকাকে দেখা যায়নি। ফোটো- ইনস্টাগ্রাম সৌজন্যে
তবে বিয়ের অনুষ্ঠানে কোনও খামতি ছিল না। এদিকে পরিচয়ের মাত্র একমাসের মধ্যে কীভাবে রোহনপ্রীতের সঙ্গে বিয়ে করতে পারেন নেহা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আদিত্য নারায়ণ। ফোটো- ইনস্টাগ্রাম সৌজন্যে