Advertisement
মনোরঞ্জন

ব্রালেটে নোরার জলপরী লুক, লাস্যময়ী শরীরী আবেদনে কুপোকাত নেটদুনিয়া

  • 1/8

নতুন রূপে চমকে দিলেন নোরা ফাতেহি। এতদিন নানান লুকে দেখেছেন নোরাকে, কিন্তু এমন অভিনব লুক যা দেখলে মন আটকে যাবে সকলেরই।
 

  • 2/8

সম্প্রতি, জলপরী সেজে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন নোরা। জলপরী নোরাকে দেখে আপ্লুত নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিলেন।
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nora Fatehi (@norafatehi)

  • 3/8

নোরার লাস্যময়ী শরীরী আবেদনে হার্টবিট বাড়িয়ে কুপোকাত অনুরাগীদের একাংশ। জানা যায়, নতুন মিউজিক ভিডিওর জন্য কাজ করছেন নোরা।
 

Advertisement
  • 4/8

তীক্ষ্ণ চোখের ভঙ্গি, লাস্যময়ী শরীরী আবেদনে বারবার সোশ্যাল মিডিয়ায় ধরা দেন নোরা। আর উড়িয়ে নিয়ে যান কত শত সহস্র অনুরাগীর মন।
 

  • 5/8

পঞ্জাবি গায়ক গুরু রনধাওয়ার (Guru Randhawa) সঙ্গে নোরার জুটি খুব জনপ্রিয়। দু'জনেরই রিল লাইফের কোলাবোরেশন অনেকের হার্টবিট বাড়িয়ে দেয়। ফের একসঙ্গে আসছে এই জুটি। সেইসঙ্গে ধরা দেয় তাঁদের মধ্যেকার সম্পর্কের গুঞ্জনও।
 

  • 6/8

দিন কয়েক আগে হিজাব পরে কিছু ছবি শেয়ার করেন জনপ্রিয় এই অভিনেত্রী। তবে ব্যাপক ট্রোলড হন তিনি। 
 

  • 7/8

হিজাব পরতে দেখে ট্রোলাররা বলতে থাকেন,'পুরো পোশাক পরতে দেখি না, আজ হঠাৎ হিজাবে কেন?'
 

Advertisement
  • 8/8

অভিনেত্রীর শেষ গান 'কুসু কুসু' ইতিমধ্যে দেশ বিদেশে জনপ্রিয়তা লাভ করেছে। আগামী যে তাঁর কেরিয়ারের আরও এক মাইল ফলক হয়ে থাকবে না, কে বলতে পারে।
 

Advertisement