scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

আউচ! 'ব্রা' কোথায় নিক্কির, কলাপাতা কুর্তার নীচে উঁকি দিচ্ছে মখমলি শরীর

নিক্কি বম্ব
  • 1/8

নিক্কি তাম্বোলি নাম চোখের সামনে ভেসে উঠলেই নেটিজেনদের মনে লাড্ডু ফুটতে শুরু করে। কারণ নিক্কি মানেই আকর্ষণ।নিক্কি মানেই বোল্ড। নিক্কি মানেই চোখের আরাম।

নিক্কি বম্ব
  • 2/8

তাই তিনি ছবি পোস্ট করা মানেই সেখানে নেটিজেনদের থিকথিকে ভিড়। টানটান শরীরে খেলা করে যৌনতার সঙ্গে অদ্ভুত সারল্য। তাই তাঁর ছবিতে লাইক, কমেন্টের খামতি হয় না কখনও।

নিক্কি বম্ব
  • 3/8

তাই বিগ বস ১৪ -এর এই প্রাক্তন প্রতিযোগী কম্পিটিশন শেষ হওয়ার পরও ফ্যানদের মনের মণিকোঠায় স্থায়ী স্থান দখল করে রেখেছেন। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে যে ছবি পোস্ট করেছেন, তাতে আগুন জ্বালিয়ে দিয়েছেন।

 

Advertisement
নিক্কি বম্ব
  • 4/8

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে তাঁকে হলুদ রংয়ের প্য়ান্ট পরে বসে থাকতে দেখা যাচ্ছে। উপরে একই রংয়ের কুর্তা। কিন্তু ভিতরে আর কিছু নেই। কুর্তার আড়াল থেকে উঁকি দিচ্ছে সুডৌল স্তন যুগল। যা ইন্টারনেটে ভাইরাল। 

নিক্কি বম্ব
  • 5/8

তাঁর এই ছবি আসলে একটি ম্যাগাজিনের কভার ফটোর জন্য শুট করা হয়েছে। কভার ফটোটিই তিনি তাঁর ইনস্টা অ্যাকাউন্টে পোস্ট করে দিয়েছেন স্বভাবসিদ্ধ ঢংয়ে।

 নিক্কি বম্ব
  • 6/8

তাঁর মখমলি শরীরের সঙ্গে ছবিটি দুর্দান্তভাবে ম্যাচ করেছে। নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে তিনি গোল্ডেন ইয়াররিংস এবং গোল্ডেন জুতো ব্যবহার করেছেন।

নিক্কি বম্ব
  • 7/8

"যদি আমি জনপ্রিয় হই, তাহলে এটা আমার দোষ নয়, যদি আপনি আমার প্রতি ঈর্ষা করেন, সেটাও আমার ভুল নয়" এই ক্যাপশনটি ছবির সঙ্গে লিখেছেন নিক্কি। যা তাঁর ফ্যানদের কাছে তাঁকে আরও বোল্ড করে তুলেছে।

Advertisement
নিক্কি বম্ব
  • 8/8

যা দেখে শুনে ফ্যানদের কেউ তাঁকে কাইলি জেনারের বোন বলেছেন তো কেউ তাঁকে বম্বশেল অ্যাখ্যা দিয়েছেন। কেউ তাঁর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাঁকে সুন্দরী ও আকর্ষণীয়াও বলছেন।

Advertisement