scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

PHOTOS: সানি লিওনের মালদ্বীপ Vacation-এর ক্যাজুয়াল ছবি Viral

সানি লিওনি
  • 1/8

সানি লিওন ওয়ার্ক ফ্রন্টের সব সময় বিজি থাকেন। তিনি অনেক ছোট-বড় কমিটমেন্টে নিজে সবসময় ব্যস্ত থাকেন। কিন্তু পার্সোনাল লাইফের সঙ্গে প্রফেশনাল লাইফের ব্যালেন্স করতে তিনি সিদ্ধহস্ত।

সানি লিওনি
  • 2/8

সানি লিওনি কিছুদিন থেকেই নিজের ফ্যামিলির সঙ্গে আউটিংয়ে রয়েছেন। অন্য বলিউড স্টার্স যেমন ফেভারিট ডেস্টিনেশন হিসেবে মালদ্বীপে যান, তিনিও তেমনি মালদ্বীপে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

সানি লিওনি
  • 3/8

ইন্টারনেটে সব সময় একটিভ থাকা সানি ছুটিতে রয়েছেন এবং সেই সময় তিনি প্রচুর ছবি তুলেছেন এবং ফ্য়ানদের সঙ্গে শেয়ার করতে ভোলেননি। কখনও বাচ্চাদের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন। আবার কখনও হাজবেন্ডের সঙ্গে রোমান্টিক মোমেন্ট এনজয় করছেন।

Advertisement
সানি লিওনি
  • 4/8

সম্প্রতি তিনি নিজের কিছু লেটেস্ট ফটো শেয়ার করেছেন। এই ফটোতে নিচে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আলাদা আলাদা পোজে তাকে দেখা যাচ্ছে। তিনি শর্ট ড্রেস পড়েছে ঘুরে বেড়াচ্ছেন বালিতে। দেখা যাচ্ছে  চেক হোয়াইট শার্ট ক্যারি করতে দেখা যাচ্ছে। তার সমস্ত বোতাম খোলা।

সানি লিওনি
  • 5/8

সোশ্যাল মিডিয়া সেনসেশন সানি লিওনি বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন। যার মধ্যে ফুল এনজয়মেন্ট মোডে নজরে এসেছেন। এক্সাইটমেন্ট তার চোখ চোখ-মুখ ধরা পড়েছে।

সানি লিওনি
  • 6/8

সানি নিজের তিন বাচ্চার সঙ্গে ভিডিও শেয়ার করেছেন। এই সময়ে নিজের বাচ্চাদের সঙ্গে চিয়ার্স করতে দেখা যাচ্ছে। স্বামী তিন সন্তান এই এনজয়মেন্ট উপভোগ করছেন দেখা যাচ্ছে।

সানি লিওনি
  • 7/8

মনের কথা বলতে এলে সানি লিওনের কাছে বেশ কিছু প্রজেক্ট রয়েছে। তিনি বর্তমান সময়ে মালয়ালাম, তামিল এবং হিন্দি ফিল্মে সই করেছেন। তিনি হেলেন, কোকাকোলা এবং ভীমা করেগাও নামের হিন্দি সিনেমা অভিনয় করবেন। এছাড়া ছোটপর্দায় তিনি নিজের এন্ট্রি করছেন।

 

Advertisement
সানি লিওনি
  • 8/8

অল ফটো ক্রেডিটঃ @SUNNYLEONE

Advertisement