scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

Raj-Subhashree Trolled: 'চক্রবর্তী পদবী ছাড়ুন', সোশ্যালে ট্রোল রাজ-শুভশ্রীকে!

রাজ-শুভশ্রীকে ট্রোল
  • 1/11

আজমেঢ় শরিফ দরগায় গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র কটাক্ষের শিকার হলেন সস্ত্রীক রাজ চক্রবর্তী। বাদ গেল দম্পতির সন্তান ইউভানও। 

রাজ-শুভশ্রীকে ট্রোল
  • 2/11

আজমেঢ় শরিফ দরগায় গিয়েছেন রাজ ও শুভশ্রী। সঙ্গে ছিল ছোট্ট ইউভানও। 
 

রাজ-শুভশ্রীকে ট্রোল
  • 3/11

নিয়ম মেনে মাথায় ওড়না দিয়েছিলেন শুভশ্রী। ফেজ টুপি পরেছিলেন রাজ। ইউভানকেও ফেজ পরানো হয়েছিল।   

Advertisement
রাজ-শুভশ্রীকে ট্রোল
  • 4/11

চক্রবর্তী পরিবারের এই ছবি নিয়ে সোশ্যালে চলছে তীব্র কটাক্ষ। রাজের ফেজ পরা ছবি ভাল চোখে দেখছে না নেটিজেনদের একাংশ। 

রাজ-শুভশ্রীকে ট্রোল
  • 5/11

আজমেঢ় শরিফের ছবিই ফেসবুকে আপলোড করেছেন পরিচালক তথা তৃণমূল বিধায়ক। রাজের সঙ্গে তোলা ছবিটি ভাগ করেছেন অভিনেত্রী। সঙ্গে ক্যাপশনে,‘ইবাদাত’।
 

রাজ-শুভশ্রীকে ট্রোল
  • 6/11

সেই ছবির কমেন্টেই উপচে পড়ছে কমেন্টের বন্যা। শুভেচ্ছা যেমন এসেছে তেমন নিন্দাও। 

রাজ-শুভশ্রীকে ট্রোল
  • 7/11

গেরুয়াপন্থী নেটিজেনরা মন্তব্য করেছেন, ধর্ম তো ছেড়েই দিতে পারতেন। ইউভানকেও ফেজ পরিয়ে দিলেন। কারও বক্তব্য, দয়া করে চক্রবর্তী পদবী ব্যবহার করবেন না। ছাপার অযোগ্য মন্তব্যও এসেছে।    
 

Advertisement
রাজ-শুভশ্রীকে ট্রোল
  • 8/11

শুধু তাই নয়। একটি ফেসবুক প্রোফাইলে রাজ-শুভশ্রীর আজমেঢ় দরগা ছবি দিয়ে দাবি করা হয়েছে, ইসলাম গ্রহণ করেছেন পরিচালক ও অভিনেত্রী। এটি সম্পূর্ণ ভুল তথ্য।         
 

রাজ-শুভশ্রীকে ট্রোল
  • 9/11

এর পাশাপাশি একাধিক মিম ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। আব্বাস সিদ্দিকীর সঙ্গে জুড়েও একটি মিম করেছেন গেরুয়াপন্থী নেটিজেনরা। যেখানে ইউভানকে নিশানা করা হয়েছে।  

রাজ-শুভশ্রীকে ট্রোল
  • 10/11

রাজ একটি সংবাদ মাধ্যমে জানান,'বাংলায় ধর্মনিরপেক্ষ পরিবেশে মানুষ হয়েছি। সব ধর্মই আমার চোখে সমান। কোথায় যাব কী পরব তার কৈফিয়ত কাউকে দেব না। বিজেপি স্বাধীনতা কেড়ে নিতে চাইছে।' 

রাজ-শুভশ্রীকে ট্রোল
  • 11/11

বলে রাখি, সপরিবারে দিল্লি-রাজস্থান ঘুরতে গিয়েছে চক্রবর্তী পরিবার। 

Advertisement