Advertisement
মনোরঞ্জন

Raqesh Bapat-Shamita Shetty: শমিতাকে প্রেমিকা মানতে অস্বীকার রাকেশের, ব্রেকআপ হল নাকি!

রাকেশ ও শমিতার সম্পর্ক!
  • 1/10

রাকেশ ও শমিতার বিচ্ছেদের খবর এখন চর্চায় নেটমাধ্যমে। প্রতিবারই ব্রেকআপের খবরের পর দু'জনকে একসঙ্গে দেখা যায়। ফের দু'জনের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জল্পনা। 

রাকেশ ও শমিতার সম্পর্ক!
  • 2/10

রাকেশ ও শমিতার বিচ্ছেদের খবর এখন চর্চায় নেটমাধ্যমে। প্রতিবারই ব্রেকআপের খবরের পর দু'জনকে একসঙ্গে দেখা যায়। ফের দু'জনের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জল্পনা। 

রাকেশ ও শমিতার সম্পর্ক!
  • 3/10

এবার জল্পনার সূত্রপাত রাকেশ বাপতের একটি বক্তব্যকে ঘিরে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাকেশ, শমিতাকে নিজের প্রেমিকা মানতে অস্বীকার করেছেন। বরং কাছের বন্ধু হিসেবে অভিহিত করেছেন শিল্পার ছোট বোনকে। 

Advertisement
রাকেশ ও শমিতার সম্পর্ক!
  • 4/10

রাকেশ জানান,'দু'জনকে একসঙ্গে আনে অদৃশ্য শক্তি। ওঁ আমার খুব ভাল বন্ধু। বন্ধুত্ব শক্তিশালী হলে কোনও কিছুই প্রভাব ফেলতে পারে না। শমিতা ভাল মনের মানুষ। আমাদের অনেক পছন্দই মেলে।'   

রাকেশ ও শমিতার সম্পর্ক!
  • 5/10

শমিতার সঙ্গে আপনার কী সম্পর্ক? জবাবে রাকেশ বলেন,'এই সম্পর্ককে কোনও নাম দেব না। এটা একটা বন্ধন। কোনও জিনিসের নামকরণ করতে পারি আমরা। আসলে আমরা  পরস্পরেরর সঙ্গ উপভোগ করি। সম্পর্কের নাম দিলে সেটা পোশাকি হয়ে যায়। আমি শমিতাকে সম্মান করি।'

রাকেশ ও শমিতার সম্পর্ক!
  • 6/10

শমিতাকে নিয়ে রাকেশের মন্তব্যে না-খুশ জুটির ভক্তরা (SHARA Fans)। তাঁদের প্রশ্ন, কেন সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বললেন না রাকেশ? শুধুই কি ভাল বন্ধু? তবে একবার শমিতা ইনস্টাগ্রামে লিখেছিলেন,'আমাদের সম্পর্ক নিয়ে গুজবে কান দেবেন না।'  

রাকেশ ও শমিতার সম্পর্ক!
  • 7/10

গুঞ্জন চলছিল, রাকেশ ও শমিতা বিয়ে করতে চলেছেন। দুই পরিবারে কথাবার্তাও নাকি চলছে! তবে রাকেশ ও শমিতার সম্পর্ক ঠিকঠাক নেই।

Advertisement
রাকেশ ও শমিতার সম্পর্ক!
  • 8/10

শোনা গিয়েছে, দু'জনের শলা করিয়ে দিয়েছেন অভিনেত্রীর মা সুনন্দা। তিনি চান, ছোটখাট ব্যাপারে যেন সম্পর্ক ভেঙে না দেন। কাজে দিয়েছে মায়ের পরামর্শ। অতিসম্প্রতি রাকেশ ও শমিতাকে ফের একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছে।          

রাকেশ ও শমিতার সম্পর্ক!
  • 9/10

জানা গিয়েছে  শমিতা চাইছেন, মুম্বইয়ে এসে পাকাপাকিভাবে থাকুন রাকেশ। যাতে তাঁরা সহজে দেখা করতে পারেন। বেশি সময়ও কাটাতে পারবেন দুজনে। কিন্তু রাকেশ পুণেতেই থাকতে চান। 

রাকেশ ও শমিতার সম্পর্ক!
  • 10/10

বলে রাখি, ২০১৯ সালে অভিনেত্রী ঋদ্ধি ডোগরার সঙ্গে রাকেশের বিবাহ-বিচ্ছেদ হয়। ৮ বছরের দাম্পত্যে ইতি টানেন তাঁরা। 

Advertisement