টলিপাড়ার চেনা মুখ সৌরসেনী মৈত্র। বর্তমানে তিনি খুবই ব্যস্ত থাকেন। কলকাতা- মুম্বইতে যাতায়াত যেন লেগেই রয়েছে।
মঙ্গলবার থেকে সকলের চোখ আটকেছে অভিনেত্রীর সোশ্যাল পেজে। বোল্ড লুকে বি-টাউনের হাই ভোল্টেজ পাটিতে সামিল হয়ে, নেটপাড়ায় রীতিমতো আগুন ঝরাচ্ছেন টলি নায়িকা।
জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে দেখা গেল সৌরসেনীকে। স্টার স্টাডেড পার্টিতে মনীশকে জড়িয়ে ধরে পোজ দিয়ে সেই মুহূর্ত লেন্সবন্দি করেছেন তিনি।
এছাড়াও কৃতী শ্যানন, আদিত্য রয় কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, সারা খানদের সঙ্গে ফটোসেশনের নানা মুহূর্ত, নিজের সোশ্যাল পেজে শেয়ার করেছেন অভিনেত্রী।
ক্যাপশনে লিখেছেন, "আমার প্রিয় মনীশ মালহোত্রার দারুণ বাড়িতে উৎসব শুরু! আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এছাড়াও উপভোগ করেছি ভালোবাসা, উষ্ণতা। এত আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ! আমি তোমাকে ভালোবাসি এমএম।"
মডেলিং দিয়েই কেরিয়ার শুরু করেন সৌরসেনী। টলিউডে ডেবিউ বেদব্রত পাইনের ছবি 'চিটাগং'-র মাধ্যমে। এরপর 'মাছের ঝোল', 'জেনারেশন আমি', 'ব্যোমকেশ গোত্র', 'একান্নবর্তী', 'আমি আসব ফিরে', 'বাবলি'-র মতো একগুচ্ছ ছবিতে অভিনয় করে সকলের মন জিতেছেন তিনি।
'আমার বস' ছবিতে শেষ দেখা গিয়েছে তাঁকে। এই মুহূর্তে নায়িকার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি কাজ।
কর্মজীবন ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সৌরসেনী মৈত্র। মাঝে টলিপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছিল, অর্জুন চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে নায়িকার। সেই ঘনিষ্ঠটা এতটাই বাড়াবাড়ি পর্যায় যায় যে, সেটা অর্জুনের স্ত্রীর কানে যেতে খুব বেশি সময় লাগেনি।
এছড়াও নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনের সঙ্গে তাঁর ডেটিং গুঞ্জন তুঙ্গে ছিল। যদিও সে সম্পর্ক এখন ভেঙেছে বলেই খবর।