scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

Shanya Kapoor : পোশাকই নেই, তায় আবার খুলে পড়ছে, Viral-এর আর দোষ কী!

সানায়া কাপুর
  • 1/7

বলিউডে ডেবিউ পাকা হয়ে যাওয়ার পর থেকে লাগাতার খবরের শিরোনামে থাকছেন। অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে এবং অনিল কাপুরের ভাইঝি সানায়া কাপুর ধর্মা প্রোডাকশনের সিনেমা দিয়ে ডেবিউ করতে চলেছেন।

সানায়া কাপুর
  • 2/7

তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি প্রাইভেট থেকে পাবলিক করে দিয়েছেন। তিনি ইনস্টাগ্রামে সক্রিয় থাকেন। লাগাতার ছবিও পোস্ট করতে থাকেন। তাঁর একটি কমার্শিয়াল অ্যাড-ও মুক্তি পেয়েছে। যাতে তিনি রীতিমতো খবরের শিরোনামে রয়েছেন।

 

সানায়া কাপুর
  • 3/7

করণ জোহর সানায়ার একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে তিনি সঞ্জয়কন্যার অভিনয় স্কিল নিয়েও প্রশংসা করেছেন। এ ছাড়া সানায়াও নিজের কিছু ছবি পোস্ট করেছেন। .তাতে তাঁকে বেসিক লুকে দেখা গিয়েছে।

Advertisement
সানায়া কাপুর
  • 4/7

বলার জন্য এটা বেসিক লুক। কিন্তু সানায়ার উর্ধ্বাঙ্গে প্রায় পোশাকহীন অবস্থায় তিনি লাগছেন অত্যন্ত আকর্ষণীয় ও কিউট। ছবিতে নিজের টোনড ফিগার প্লান্ট করতে দেখা গিয়েছে।

সানায়া কাপুর
  • 5/7

হালকা মেক-আপ এর সঙ্গে তিনি নিজের চুল খোলা রেখেছিলেন। এর সঙ্গে সানায়া ওপেন চেকার্ড শার্ট ক্যারি করেছেন। এর মধ্যে দিয়ে তিনি গ্ল্যামারাস ফটো শুট করান। যার মধ্যে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছেন।

সানায়া কাপুর
  • 6/7

সানায়ার ডেবিউ-এর বিষয়ে কথা বলতে গেলে জানিয়ে দেওয়া যাক, করণ জোহর তাঁকে সামনের বছর লঞ্চ করতে চলেছেন। সানায়া অ্যাক্টিং স্কুলে ট্রেনিং নেওয়ার বদলে সিনেমার সেটে ট্রেনিং নেওয়া বেছে নিয়েছিলেন।

সানায়া কাপুর
  • 7/7

তিনি তাঁর কাজিন জাহ্নবী কাপুরের সিনেমা গুঞ্জন সাক্সেনা দ্য কার্গিল গার্ল সিনেমায় পরিচালক শরণ শর্মার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন। তাঁর বলিউড ডেবিউ নিয়ে তিনি নিজে অত্যন্ত উৎসাহী।

Advertisement