scorecardresearch
 
মনোরঞ্জন

Sreelekha Mitra: পোষ্যদের সঙ্গে ডিনার অভিনেত্রী শ্রীলেখার, সোশাল মিডিয়ায় ভাইরাল

শুটিং শেষে
  • 1/5

শুটিং শেষে নিজের প্রিয় পোষ্যদের সঙ্গে ডিনারে বসলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাও আবার ডায়েট ডিনার, শুধুই ওটস।
 

নিজের পোষ্যদের
  • 2/5

নিজের পোষ্যদের প্রাণের থেকেও ভালোবাসেন শ্রীলেখা। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে কুকুরদের প্রতি প্রবল ভালোবাসার কথা বারবার জানিয়েছেন নিজেই।
 

শুটিং শেষে
  • 3/5

শুটিং শেষে তাই পোষ্যদের সঙ্গেই সময় কাটাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি এই ভিডিওই শেয়ার করেন তিনি। ভিডিওর ক্যাপশনে লেখেন,"হ্যাংলা পরিবার"। 
 

হ্যাংলা পরিবারের
  • 4/5

হ্যাংলা পরিবারের এই কিস্সা শেয়ার করে অনুরাগীদের মন জয় করে নেন শ্রীলেখা। এই মিষ্টি ভিডিওতে ভালোবাসায় ভরিয়েছেন তাঁর ভক্তরা।
 

বারবার ট্রোলের
  • 5/5

বারবার ট্রোলের মুখোমুখি হলেও, দমে যান না অভিনেত্রী। আত্মবিশ্বাসের সঙ্গে ফিরে আসেন সোশ্যাল মিডিয়ায়।