Advertisement
মনোরঞ্জন

Tollywood Actress: কাজ করেছেন মিঠুন-প্রসেনজিতদের সঙ্গে, কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী?

Rimjhim Gupta
  • 1/13

অভিনেত্রী মৌমিতা গুপ্তের মেয়ে রিমঝিম টলিউডের চেনা মুখ। সিরিয়াল থেকে সিনেমা, সব মাধ্যমেই তিনি কাজ করে নিয়েছেন। মায়ের মতো তিনিও তুখোড় অভিনেত্রী। কিন্তু তাও সেভাবে কাজ নেই তাঁর হাতে। এখন কী করছেন অভিনেত্রী দেখে নিন। 
 

Rimjhim Gupta
  • 2/13

বাংলা ইন্ডাস্ট্রির চেনা মুখ রিমঝিম গুপ্ত। বাংলা সিনেমাও করেছেন চুটিয়ে। নেগেটিভ থেকে নায়িকা সব চরিত্রেই তিনি তাঁর দক্ষতা দেখিয়েছেন। 
 

Rimjhim Gupta
  • 3/13

তারপরে হঠাৎ করে তিনি হারিয়ে গেলেন সিনেমা জগত থেকে। মাঝে ফিরে এসেছিলেন সিরিয়ালে। 

Advertisement
Rimjhim Gupta
  • 4/13

রিমঝিম কাজ করেছেন তাপস পাল, প্রসেনজিৎ, অভিষেক চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তীর মতো বড় বড় তারকাদের সঙ্গে। 
 

Rimjhim Gupta
  • 5/13

তিল থেকে তাল, পিতা, মাটি ও মানুষ, হাউসফুল, কুলি, অন্তর্দ্বন্দ, রাস্তা, বারুদ, ভাল থেকো, বেদেনি, হলুদ পাখির ডানা, মায়া, কাল মধুমাস সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন রিমঝিম। 
 

Rimjhim Gupta
  • 6/13

খুব ছোট বয়স থেকেই তাঁর অভিনয় পেশায় আসা। কিন্তু হঠাৎ করেই রিমঝিমকে আর সেভাবে অভিনয়ে দেখা যচ্ছিল না। 
 

Rimjhim Gupta
  • 7/13

এক সাক্ষাৎকারে রিমঝিম জানিয়েছেন যে তিনি ২০১৩ সাল পর্যন্ত চুটিয়ে কাজ করেছিলেন। 
 

Advertisement
Rimjhim Gupta
  • 8/13

মুম্বইয়ে এক ছবির ডাবিংয়ের কাজে এসে রিমঝিম অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর ওভারি সিস্ট হয়। ডাক্তার বলে দুদিনের মধ্যে অপারেশন করাতে হবে। 
 

Rimjhim Gupta
  • 9/13

এই ঘটনার পর টানা এক বছর বিশ্রামে ছিলেন রিমঝিম। এরপর ২০১৫ সালে রিমঝিম বিয়ে করেন এবং আবার অভিনয় থেকে বিরতি নেন তিনি। 
 

Rimjhim Gupta
  • 10/13

টুকটাক শো করছিলেন অভিনেত্রী। অপারেশন ও বিয়ের পর ওজনও বেড়ে যায় রিমঝিমের। এরপর আবারও এক জটিল রোগে আক্রান্ত হন তিনি।  স্বাস্থ্য জনিত কারণেই অভিনেত্রী লাইমলাইট থেকে দূরে ছিলেন। 
 

Rimjhim Gupta
  • 11/13

রিমঝিম সিরিয়ালও করেছেন অনেক। রইলো ফেরার নিমন্ত্রণ, জিয়নকাঠি, সুন্দরী, উমা, আলোর ঠিকানা সিরিয়ালে অভিনেত্রীকে দেখা গিয়েছে।
 

Advertisement
Rimjhim Gupta
  • 12/13

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবি 'বহুরূপী'তে অভিনয় করেছেন রিমঝিম। 
 

Rimjhim Gupta
  • 13/13

অভিনয় ছাড়াও নিজের ক্যাফে আছে, সেখানেও তাঁকে সময় দিতে হয়। তবে টুকটাক অভিনয়ের কাজও চালিয়ে যাচ্ছেন রিমঝিম। 
 

Advertisement