Advertisement
মনোরঞ্জন

Ritabhari Chakraborty: সলমন-প্রীতির সঙ্গে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে ঋতাভরী, PHOTOS

  • 1/10

'ফাটাফাটি' ট্রেলার লঞ্চ ও নববর্ষ কাটিয়ে রবিবার মুম্বই পাড়ি দিয়েছিলেন বং ক্রাশ ঋতাভরী চক্রবর্তী। তবে কী কারণে তাঁর মুম্বই সফর সে বিষয়ে তখনই কিছুই জানা যায়নি। যদিও পরে গোটা বিষয়টি স্পষ্ট হয় যে কেন তিনি মুম্বই পাড়ি দিয়েছিলেন। 

  • 2/10

আসলে রবিবার রাতে মুম্বইয়ের জনপ্রিয় বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একমাত্র ঋতাভরী এই পার্টিতে যোগ দেন। 
 

  • 3/10

কালো রঙের শিফন শাড়ি ও একই রঙের ফুল হাতা ভেলভেট ব্লাউজে এই ইফতার পার্টিতে দেখা যায় ঋতাভরীকে। সঙ্গে ঝোলা দুল ও কপালে ছোট্ট টিপ। খুবই সুন্দর লাগছিল অভিনেত্রীকে। 
 

Advertisement
  • 4/10

সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন ঋতাভরী। তবে এর মধ্যে সবচেয়ে যে ছবি নজর কেড়েছে, তা হল প্রীতি জিন্টার সঙ্গে ঋতাভরীর একটি ছবি। যা নায়িকা নিজেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। 
 

  • 5/10

এই ইফতার পার্টিতে এসেছিলেন সলমন খান সহ একাধিক বলিউড তারকারা। ঋতাভরীও ছিলেন তাঁদের সঙ্গে। 
 

  • 6/10

গত বছরও ঋতাভরীকে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে দেখা গিয়েছিল। সেই সময় অভিনেত্রী শাহরুখ খান সহ বেশ কিছু অভিনেত্রীদের সঙ্গে ছবিও তোলেন। 
 

  • 7/10

এ বছরও অভিনেত্রী ছবি তোলেন বাবা সিদ্দিকীর সহ বেশ কিছুজনের সঙ্গে। 
 

Advertisement
  • 8/10

সারা বছর বলিউডের তারকাদের একসঙ্গে যে যে জৌলুসপূর্ণ পার্টিতে দেখা যায়, তার মধ্যে অন্যতম বাবা সিদ্দিকীর ইফতার পার্টি। সেই পার্টিতে জমিয়ে মজা করতে দেখা গেল ঋতাভরীকে। 
 

  • 9/10

ঋতাভরীর সঙ্গে যে বাবা সিদ্দিকীর সম্পর্ক বেশ ভালোই তা তাঁকে এই ইফতার পার্টিতে আমন্ত্রণ জানানো দেখেই বোঝা যাচ্ছে। 
 

  • 10/10

ইফতার পার্টিতে গেলে আর ডায়েট করা যায়! তাই ঋতাভরীর প্লেটেও দেখা গেল বিরিয়ানী। তিনি খেয়েছেন তা বন্ধু আর্শিয়া সিদ্দিকীকে প্রমাণ করতেই ছবি রেখেছেন ঋতাভরী।
 

Advertisement