
সম্প্রতি ঋতুপর্ণা তাঁর ছেলে-মেয়ের ভাইফোঁটা উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

যেখানে অঙ্কনকে বোন ঋষণার কাছে ফোঁটা নিতে ও উপহার আদান-প্রদান করতে দেখা যায়।

যেখানে অঙ্কনকে বোন ঋষণার কাছে ফোঁটা নিতে ও উপহার আদান-প্রদান করতে দেখা যায়।

মা ঋতুপর্ণা সামনে বসেই পালন করালেন ভাইফোঁটা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিতেই অঙ্কনের প্রশংসায় পঞ্চমুখ সকলে।

একজন বলেছেন, অঙ্কন বেশ সুপুরুষ। তাঁকে বাংলা সিনেমায় দেখার দাবিও উঠেছে।

অঙ্কন এখন বস্টন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হয়েছেন।

ছোট থেকেই লেখাপড়ায় তুখোড় ঋতুপর্ণা-সঞ্জয়ের বড় ছেলে।

চলতি বছরের মে মাসেই তিনি গ্র্যাজুয়েশন শেষ করেছেন।

মায়ের সঙ্গে অঙ্কনকে ফিল্মি পার্টি অথবা তারকাদের বাড়িতে ঘন ঘন দেখা যাচ্ছে।

শুধু পড়াশোনাতেই নয়, অঙ্কন ভাল লেখেন এবং গিটারও ভাল বাজান।

তবে ঋতুপর্ণা সেনগুপ্তের মতো ছেলেও বিনোদন জগতে আসতে চান কিনা, তা এখনই বলা যাচ্ছে না।