Advertisement
মনোরঞ্জন

International Mother's Day: লাইমলাইট থেকে দূরে, টলি তারকাদের মায়েদের চিনুন

  • 1/10

মাকে হারিয়ে ফেলেছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ও। এদিন ছোটবেলায় মায়ের সঙ্গে ছবি দিয়ে পরম লেখেন., 'আমার জীবনের সবটা জুড়েই তুমি আছো মা, আগের মতোই। আমার শিক্ষা, রুচি, মনন এমনকি আমার অস্তিত্বই অসম্পূর্ণ তোমাকে ছাড়া। ভাল থেকো তুমি, যেখানেই আছো। হ্যাপি মাদার্স ডে মা।' কিছুদিন পরেই পরমব্রত বাবা হতে চলেছেন।

  • 2/10

দুই বোন ঋতাভরী ও চিত্রাঙ্গদার পুরোটা জুড়েই রয়েছেন তাঁদের মা শতরূপা সান্যাল। বহু আগেই বাবার থেকে আলাদা হয়ে গিয়েছেন দুই মেয়েকে নিয়ে পরিচালক শতরূপা সান্যাল। অভিনেত্রীর জীবনে তাঁর মা যে বিশেষ গুরুত্বপূর্ণ তা বার বার বুঝিয়ে দিয়েছেন ঋতাভরী। এ দিন মাতৃদিবস উপলক্ষে মায়ের সঙ্গে একগুচ্ছ ছবি তিনি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে জুড়ে দেন রবীন্দ্রসঙ্গীতের কয়েকটি পংক্তি। লেখেন, 'জননী, তোমার করুণ চরণখানি/ হেরিনু আজি এ অরুণকিরণ রূপে॥/ জননী, তোমার মরণহরণ বাণী/ নীরব গগনে ভরি উঠে চুপে চুপে।'

  • 3/10

অভিনেত্রী মানালি দে হারিয়েছেন তাঁর মাকে। তবে এখনও তিনি মায়ের অভাব বোধ করেন ভীষণভাবে। মায়ের সঙ্গে ছবি পোস্ট করে মানালি লেখেন, 'মায়ের মতো কেউ হয় না।পৃথিবীর সকল মা’কে জানাই অনেক অনেক ভালোবাসা।' 

Advertisement
  • 4/10

মাতৃদিবস খুবই বিশেষ অভিনেত্রী সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের কাছে। রবিবার তাঁর কসবাতে মায়েদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। আর সেই বিশেষ অনুষ্ঠানের ফাঁকেই মা ও শাশুড়িকে নিয়ে ছবি তোলেন সোহিনী-শোভন। সোহিনী লেখেন, 'পৃথিবীর সব মায়েরা ভাল থাকুন'। 

  • 5/10

আন্তর্জাতিক মাতৃদিবসে নুসরত জাহান তাঁর ছোটবেলার ছবি শেয়ার করেন। যেখানে তাঁকে তাঁর মায়ের সঙ্গে দেখা যাচ্ছে। নুসরতের মা সুষমা জাহান। লাইমলাইট থেকে দূরেই থাকেন অভিনেত্রীর মা। 

  • 6/10

মনামী ও তাঁর মায়ের খুব মিষ্টি একটা বন্ডিং লক্ষ্য করা যায়। সোশ্যাল মিডিয়ায় মনামী তাঁর মায়ের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করে লেখেন, 'তোমার জন্মদিনও তোমার জন্মদিন...আমার জন্মদিনও তোমার জন্মদিন... মাদার্স ডেও তোমার জন্মদিন...সবই তো তোমার দিন...।' মায়ের সঙ্গে যে তাঁর খুনসুটির সম্পর্ক বেশ বোঝা যায়।

  • 7/10

ইধিকা তাঁর মায়ের সঙ্গে আদুরে ছবি পোস্ট করেছেন। এদিন তিনি মায়ের সঙ্গে ছবি পোস্ট করে শুধুই লেখেন, 'মা'। সঙ্গে হৃদয়ের ইমোজি। 

Advertisement
  • 8/10

অভিনেত্রী দেবলীনা দত্ত এদিন তাঁর মায়ের সঙ্গে ছবি শেয়ার করেন। জীবনের সব কঠিন, ভাল সময়ে তিনি মাকে পাশে পেয়েছেন সব সময়। এদিন দেবলীনা লেখেন, 'হ্যাপি এভরিডে লাভ...সব সময় হাসবে আমার ভালোবাসা।' 

  • 9/10

অভিনেত্রী ঐন্দ্রিলা সেন আবার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন শুধু একটি ছবি। সবুজ বাগানে তিনি এবং তাঁর মা— দাঁড়িয়ে রয়েছেন হাত ধরে। তাঁদের পরনেও সবুজ পোশাক। ঐন্দ্রিলা লিখেছেন শুধু একটি শব্দ, ‘মা’। আর তার পর একটি লাল হৃদয়ের ইমোজি। হ্যাশট্যাগে ভাগ করেছেন মাতৃদিবসের শুভেচ্ছা।

  • 10/10

মায়ের সঙ্গে দু’টি ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্তও। তবে দু’টি ছবিই বেশ পুরনো। একটি শৈশবের। অন্যটি সদ্য যুবা যশের সঙ্গে তাঁর মায়ের। অভিনেতার মন ভার করা পোস্ট— “যেখানেই আছো, ভাল থেকো মা।” যেন এ ভাবেই মায়ের জন্য তিনি রেখেছেন মাতৃদিবসের শুভেচ্ছা। সঙ্গে একটা লাল হৃদয়ের ইমোজি।

Advertisement