Advertisement
মনোরঞ্জন

বিকিনিতে Stunning look, বালিকা বধূ 'আনন্দী'র রূপে ঘায়েল তামাম ভক্ত

  • 1/8

বালিকা বধূর বাচ্চা আনন্দীকে মনে আছে তো! মিস্টি মিস্টি কথা বলা বাচ্চা মেয়েটি শ্বশুরবাড়ি মাতিয়ে রাখতো। দারুণ জনপ্রিয় সেই সিরিয়ালটি দীর্ঘদিনই অফস্ক্রিন হয়ে গিয়েছে। কিন্তু আনন্দীকে ভুলতে পারা সম্ভব নয়।

  • 2/8

কিন্তু আজ দেখলে চিনতে পারবেন তো! না সেই আনন্দী বাচ্চা আছে, না সে আধো আধো কথা বলে। তিনি এখন পুরোদস্তুর লেডি। সম্প্রতি তিনি কিছু ছবি পোস্ট করেছেন। যা দেখে নেটিজেনদের ঘুম উড়ে গিয়েছে।

  • 3/8

তাঁর সুইমিং পুলে বিকিনি ছবি পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে গিয়েছে। তাঁর টানটান শরীরে পিছলে পড়ছে সমুদ্রের জল। ঝরে গিয়েছে মেদ।দেহ বল্লরীর আকর্ষণে পোস্ট সুপারহিট। 

Advertisement
  • 4/8

আনন্দী চরিত্রে অভিনয় করা অভিকা গর অর নয়া ট্রান্সফর্মেশনে অবাক ও সঙ্গে সঙ্গেই মুগ্ধ করেছে। অনেকেই জানিয়েছেন যে তাঁর চমৎকৃত হয়েছেন।

  • 5/8

মালদ্বীপের ভ্যাকেশন কাটানোর সুযোগ পেয়ে ছাড়েননি অভিকাও। তিনি মনোকিনিতে সমুদ্রে আগুন লাগিয়ে বেড়াচ্ছেন। তিনি স্কুবা ডাইভিং এনজয় করছেন বলে দেখা যাচ্ছে।

  • 6/8

ব্লু বিকিনি টপ এবং রেড-হট প্রিন্টেড বিকিনি বটম পরে নোনতা জলের নোনা ভাব বাড়িয়ে দিয়েছে। তাঁর হটনেসে পাগল হয়ে কমেন্টের বন্যা বয়ে চলেছে।

  • 7/8

আনন্দী ছাড়াও আরও কয়েকটি সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছে। কিন্তু তিনি আনন্দী বলেই এখনও দুনিয়ার কাছে পরিচিত। তাই তাঁকে এমন আগুনে রূপে দেখে অবাক হয়েছেন।

Advertisement
  • 8/8

অবিকা এখন বেশ কিছু সিরিয়ালে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। অন্যদিকে বলিউডে ব্রেকের অপেক্ষায় রয়েছেন। অনেকেই মনে করছেন তিনি খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছেন, যেখান থেকে তাঁর সিলভারস্ক্রিন সময়ের অপেক্ষা।

Advertisement