Advertisement
মনোরঞ্জন

নিজেই নিজের পোশাক বানালেন Urfi Javed, ফ্যানেরা বললেন...

  • 1/7

বিগবসের প্রাক্তন প্রতিযোগী উরফি জাভেদকে (Urfi Javed) চেনেন নিশ্চয়? বিগবস ছাড়া ধারাবাহিকেও অভিনয় করেছেন উরফি। তবে শুধু অভিনয় না, সেলাই বা এমব্রয়ডারিতেও তিনি যথেষ্ট পটু। সম্প্রতি উরফির তেমনই একটি রিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

  • 2/7

মাঝেমধ্যেই পোশাককে ঘিরে উরফিকে সমালোচনা বা উপহাসের সম্মুখীন হতে হয়। তবে তাতে অবশ্য দমবার পাত্রী নন উরফি। তিনি প্রতিবারেই নতুন নতুন পোশাকে ফ্যানেদের সামনে আসেন। তাঁর পোশাকের জন্য ফ্যান ফলোয়িংও প্রচুর।

  • 3/7

সর্বশেষ উরফি তাঁর ইনস্টাগ্রামে (Instagram) যে রিলটি শেয়ার করেছেন, তাতে তিনি যে পোশাকটি পরেছেন সেটি কপি নয় বা কোনও ডিজাইনারের থেকেও তৈরি করা নয়। সেটি তিনি নিজেই বানিয়েছেন। 
 

Advertisement
  • 4/7

এই পোশাকটি উরফি ফিল্মফেয়ারের জন্য তৈরি করেছিলেন। ক্যাপশানে তিনি লিখেছেন, 'এই পোশাকটি ফিল্মফেয়ার মিডল ইস্টের জন্য তৈরি করেছিলাম, তবে শেষ পর্যন্ত কালো গাউন পরেছিলাম।' একইসঙ্গে ফ্যানেদের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, 'এটা কি রেড কার্পেটের জন্য সঠিক পোশাক?'  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urrfii (@urf7i)

 

  • 5/7

এই পোশাকটির জন্য যথেষ্ট প্রশংসিত হয়েছেন উরফি। ফ্যানেরা এই পোশাকের জন্য তাঁর প্রতি ভালোবাসা উজার করে দিয়েছেন। 

  • 6/7

কমেন্টে ভরে গিয়েছে উরফির অ্যাকাউন্টের ওয়াল। এক ফ্যান তো তাঁকে 'লেডি সব্যসাচী' বলেও আখ্যা দিয়েছেন। 
 

  • 7/7

ছবি সূত্র - সোশ্যাল মিডিয়া

Advertisement