scorecardresearch
 
মনোরঞ্জন

ব্রা দেখালেন Urfi Javed, নেটিজেনরা বললেন, 'ওটাও খুলে ফেলুন'!

উরফি জাভেদ
  • 1/9

বিগ বস OTT-থেকে প্রথম সপ্তাহে বেরিয়ে গিয়েছিলেন উরফি জাভেদ (Urfi Javed)। তবে এখন তিনি একজন ফ্যাশন কুইন হিসাবে পরিচিত। উরফির সিজলিং লুক, ডিজাইনার পোশাক এবং মেকআপ সবসময় খবরে থাকে। সবাই উরফির ফ্যাশন সেন্স সম্পর্কে অবহিত। এবার এই অভিনেত্রী তাঁর নতুন ফটোশ্যুটের ছবি দিয়ে ইন্টারনেটে রীতিমতো আগুন ঝড়ালেন। (ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া)
 

উরফি জাভেদ
  • 2/9

নতুন ফটোশ্যুটে লালরঙের থাই হাই স্লিট পোশাকে সিজলিং পোজ দিতে দেখা যাচ্ছে উরফি জাভেদকে। ফটোতে উরফির পোশাকের একদিন খুলে পড়তে দেখা যাচ্ছে। আর তিনি তা সামলানোর চেষ্টা করছেন। 

উরফি জাভেদ
  • 3/9

সবচেয়ে বড় বিষয় হল, লাল থাই হাই স্লিট পোশাকে নিজের লাল-কালো ব্রা ফ্লান্ট করতে দেখা যাচ্ছে উরফিকে। 

উরফি জাভেদ
  • 4/9

ছবিগুলি প্রাকাশ্যে আসা মাত্র ফ্যানেদের মনে রীতিমতো দোলা লাগিয়েছে এবং একইসঙ্গে তা দ্রুত ভাইরালও হচ্ছে। 

উরফি জাভেদ
  • 5/9

সোশ্যাল মিডিয়ায় ছবিগুলিতে প্রচুর পরিমান লাইক পড়েছে। মিশ্র প্রতিক্রিয়াও আসছে নেটিজেনদের। 

উরফি জাভেদ
  • 6/9

কেউ কেউ উরফির লুকের প্রশংসায় পঞ্চমুখ। কেউ আবার ট্রোল করছেন। এক ইউজার লিখলেন, 'বাকি সব ঠিক আছে, ব্রা দেখানো কি খুব দরকার ছিল?' আরও এক ইউজার লিখেছেন, 'এটিও খুলে ফেললে দ্রুত ফলোয়ার্স বাড়ত'।
 

উরফি জাভেদ
  • 7/9

পোশাকের সঙ্গে মানানসই মেক-আপও করেছেন উরফি। স্মোকি আইশ্যাডোর সঙ্গে রয়েছে ন্যুড কলারের সাইনি লিপস্টিক। মুখে কনট্যুরিংয়ের পাশাপাশি হাইলাইটারও ব্যবহার করা হয়েছে, যার কারণে তাঁর ত্বক খুব উজ্জ্বল দেখাচ্ছে। তবে চুলে উরফি সাধারণ এখটি পনিটেল করেছেন।

উরফি জাভেদ
  • 8/9

প্রসঙ্গত উরফির প্রায় সমস্ত ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর সিজলিং লুকের জন্য ট্রোলও হয় খুব। 

উরফি জাভেদ
  • 9/9

এটাই প্রথম নয়, এর আগে এয়ারপোর্টেও ব্রা ফ্লান্ট করতে দেখা গিয়েছে উরফিকে। সেই সময় উরফির পোশাক নিয়ে বেশ আলোচনাও তৈরি হয়েছিল। যদিও তারপরেও নিজের বোল্ড লুক থেকে সরে যাননি উরফি জাভেদ।