Advertisement
মনোরঞ্জন

ডিপ কাট নেকলাইন পোশাকে Urfi Javed, সিজলিং 'বস লেডি' লুকে ছড়ালেন আগুন

  • 1/9

বোল্ড এবং সিজলিং লুকের জন্য বিনোদন জগতে রীতিমতো পরিচিত অভিনেত্রী Urfi Javed। প্রায়শই সোশ্যাল মিডিয়ায়র বিভিন্ন ছবি বা ভিডিও পোস্ট করেন তিনি। তাই উরফির ভক্তরাও তাঁর নয়া লুকের জন্য অপেক্ষা করে থাকেন। 
 

  • 2/9

বরাবরেও মতো এবারেও ভক্তদের নিরাশ করলেন না উরফি। সোশ্যাল মিডিয়ায় এসেছে উরফির নয়া ফটো, যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। 
 

  • 3/9

নতুন ছবিতে হলুদ রঙের ডিপ কাট নেকলাইন পোশাকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। পোশাকে শর্টস ও ব্লেজার অ্যাটাচ রয়েছে। সামনে রয়েছে ডিপ কাট, যা তাঁর লুককে সিজলিং করে তুলেছে। 
 

Advertisement
  • 4/9

নিজের এই বস লেডি লুকে  Urfi Javed একটি ট্রেন্ডি চোকার নেকপিস এবং লকেট পরেছেন। 
 

  • 5/9

ছবিতে খোলা চুলে রয়েছেন উরফি। তাঁর মেক-আপও বেশ চকচকে। বিশেষত ইন্টেন্স মাস্কারা কোটে তাঁর চোখ যেন অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। 

  • 6/9

প্রতিটি ছবিতেই পৃথক পোজে দেখা গিয়েছে অভিনেত্রীকে। 
 

  • 7/9

নতুন এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় আসতেই বিভিন্ন কমেন্ট দিতে শুরু করেছেন তাঁর ভক্তরা। ক্রমশই বাড়ছে লাইকের সংখ্যা।  
 

Advertisement
  • 8/9

তবে উরফিকে নিয়ে ট্রোলও হয়। যদিও তা নিয়ে অবশ্য বিশেষ মাথা ঘামান না উরফি। বরং তাঁর ছবি বারেবারেই উষ্ণতা বাড়ায় ইন্টারনেটে। 
 

  • 9/9

(সমস্ত ছবি সূত্র-ইনস্টাগ্রাম)

Advertisement