Advertisement
মনোরঞ্জন

উফফ Urfi! ভরা শীতে গায়ে শুধুই ব্রালেট ও স্কার্ট, ছবি Viral, নেটিজেনরা বললেন...

  • 1/8

পোশাকের দিক থেকে বরাবরই নিজের স্বাতন্ত্র্য বজায় রাখেন প্রাক্তন বিগবস প্রতিযোগী তথা অভিনেত্রী উরফি জাভেদ (Urfi Javed)। অভিনব পোশাকে নিজের একের পর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি, যা প্রায় সবসময়ই মন জিতে নেয় তাঁর ভক্তদের।  

  • 2/8

এবার ফের একবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) চলে এল উরফি জাভেদের আরও নতুন কিছু ফটো। বরাবরের মতো এই ফটোগুলিতেও ভীষণ স্টাইলিশ লাগছে অভিনেত্রীকে। 

  • 3/8

ছবিতে দেখা যাচ্ছে স্কার্টের সঙ্গে নতুন ধরনের একটি ব্রালেট পরেছেন উরফি। 
 

Advertisement
  • 4/8

উজ্জ্বল কমলা রঙের স্কার্ট ও বেগুনি রঙের ব্রালেট উরফির লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urfi (@urfijavedofficial)

  • 5/8

এর সঙ্গে মানানসই মেক-আপ ও হেয়ার স্টাইল করেছেন তিনি। প্রতিটি ছবিতে আলাদা আলাদ পোজে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
 

  • 6/8

উরফির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া মাত্র ভাইরাল (Viral) হয়ে যায়। ছবিতে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। 

  • 7/8

প্রসঙ্গত নিজের পোশাকের জন্য বরাবরেই আলোচনার কেন্দ্রে থাকেন উরফি জাভেদ। বিভিন্ন সময় ট্রোলও হন উরফি। যদিও সেসবে অবশ্য বিশেষ আমল দেন না তিনি। বরং প্রতিবারেই নিত্যনতুন লুক নিয়ে হাজির হন এই অভিনেত্রী। 

Advertisement
  • 8/8

সমস্ত ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া

Advertisement