scorecardresearch
 
মনোরঞ্জন

আঁচলে বক্ষ বিভাজিকা ঢাকলেন Urfi, এই ঠান্ডাতেও উষ্ণ নেটপাড়া

Urfi Javed
  • 1/7

নিজের অভিনব স্টাইলিশ পোশাক এবং সিজলিং লুকের জন্য সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন প্রাক্তন বিগবস প্রতিযোগী তথা অভিনেত্রী উরফি জাভেদ (Urfi Javed)। নিত্যনতুন পোশাকে প্রায়সই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি শেয়ার করেন তিনি। আর শেয়ার করা মাত্র মুহূর্তে ভাইরাল (Viral) হয়ে যায় সেইসব ছবি। (সমস্ত ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া)

Urfi Javed
  • 2/7

এবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) চলে এল উরফির আরও কিছু নতুন ফটো। এই ফটোগুলিতেও ভীষণ স্টাইলিশ লাগছে উরফিকে। 

Urfi Javed
  • 3/7

ছবিতে দেখা যাচ্ছে শাড়ির সঙ্গে কালো ব্রালেট ও নেটের জ্যাকেট পরে রয়েছেন অভিনেত্রী। 

Urfi Javed
  • 4/7

গোলাপী রঙের শাড়িতে সাদা-কালো আঁচল উরফির লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। 

Urfi Javed
  • 5/7

সঙ্গে মানানসই মেক-আপ ও জুয়েলারিও ব্যবহার করেছেন তিনি। ছবিগুলিতে বিভিন্ন পোজও দিতে দেখা গিয়েছে তাঁকে।

Urfi Javed
  • 6/7

বরাবরের মতো এবারেও উরফির লুক মন জয় করে নিয়েছে নেটিজেনদের। ছবিতে বিভিন্ন কমেন্টও করছেন তাঁরা। 
 

Urfi Javed
  • 7/7

প্রসঙ্গত নিজের পোশাকের জন্য বিভিন্ন সময় ট্রোলও হন উরফি। যদিও তাতে বিশেষ আমল দেন না তিনি। বরং প্রতিবারেই অভিনব লুক নিয়ে হাজির হন এই অভিনেত্রী।